Home অন্যান্য সম্ভাবনাময় খাতের তালিকা প্রকাশ ॥ ইউএসএআইডির

সম্ভাবনাময় খাতের তালিকা প্রকাশ ॥ ইউএসএআইডির

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে সম্ভাবনাময় বেসরকারী খাতের তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)। ৫ নবেম্বর ইউএসএআইডি কর্তৃক প্রকাশিত সমীক্ষায় কৃষিভিত্তিক ব্যবসা (খাদ্য প্রক্রিয়াকরণ), স্বাস্থ্যসেবা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আউটসোর্সিং, ওষুধ শিল্প, পর্যটন, ক্ষুদ্র প্রকৌশলসহ বেশ কয়েকটি বেসরকারী খাতকে বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে উদীয়মান খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সহযোগিতা বিষয়ক এক অনুষ্ঠানে এই সমীক্ষা প্রকাশ করা হয়। ইউএসএআইডি কর্তৃক পরিচালিত ‘বিস্তৃত বেসরকারী খাত মূল্যায়ন’ শীর্ষক সমীক্ষার সময়কাল ছিল ২০১৮ সালের অক্টোবর থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত। সমীক্ষায় মোট ১৬টি বেসরকারী খাত চিহ্নিত করা হয়। এই খাতগুলো হলো কৃষিভিত্তিক ব্যবসা (খাদ্য প্রক্রিয়াকরণ), স্বাস্থ্যসেবা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আউটসোর্সিং, ওষুধ শিল্প, পর্যটন, ক্ষুদ্র প্রকৌশল সিরামিক, চামড়া ও চামড়াজাত পণ্য, চিকিৎসা সরঞ্জাম, প্লাস্টিক, নবায়নযোগ্য শক্তি ও জ্বালানি দক্ষতা, জাহাজ নির্মাণ, চিংড়ি এবং মৎস্য উৎপাদন ও টেলিযোগাযোগ।

সমীক্ষায় চিহ্নিত খাতগুলো হতে পারে ভবিষ্যতের বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য খাত। যা বাংলাদেশের অর্থনীতির বহুমুখীকরণে সহায়তা করবে। পাশাপাশি বেসরকারী খাতকে সরকার এবং অন্যান্য সহযোগীদের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করতে সহায়তা করবে। ফলে সার্বিকভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে।