Home Third Lead ভাইবোনের সলিল সমাধি

ভাইবোনের সলিল সমাধি

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

যশোর: মনিরামপুরে পুকুরের পানিতে ডুবে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৬ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার ঢাকুরিয়া বারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ভাইবোন হলো বারপাড়া গ্রামের শহিদুল ইসলামের মেয়ে সামিয়া খাতুন (৪) ও ছেলে সাহাবিদ জিম (৩)।

স্থানীয় নারী ইউপি সদস্য সাথী বেগম বলেন, দুপুরে দুই ভাইবোন বাড়িতে খেলছিল। ওদের বাবা-মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ সন্তানদের না পেয়ে বাড়ির সবাই খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে নেমে খুঁজতে গিয়ে হাতের সঙ্গে স্পর্শ লাগে বাবা শহিদুলের। পরে হাত ধরে টান দিতেই দেখেন তার মেয়ে সামিয়া। তার হাত ধরে আছে ছেলে সাহাবিদ। তখন দুই সন্তানকে মৃত অবস্থায় উদ্ধার করেন তিনি।