Home Third Lead সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতীয় স্বামী-স্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতীয় স্বামী-স্ত্রী

দুর্ঘটনার পর।

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

সাতক্ষীরা: সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতীয় স্বামী-স্ত্রী। এ ঘটনায় আহত আরও একজন হাসপাতালে। শনিবার সকালে  তালতলা এলাকায় বিজিবি হেড কোয়ার্টার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা।

নিহত দুই ভারতীয় হলেন অসীম কুমার (৪৫) এবং তার স্ত্রী ছবি বিশ্বাস (৩৬)। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানিয়েছেন, অসিম বিশ্বাস খুলনা-মোংলা রেলনলাইন প্রকল্পের উপ-ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তারা দু’জন খুলনা থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে যাচ্ছিলেন। পথিমধ্যে তার দুর্ঘটনার শিকার হন।

ভারতীয় দুজন যাচ্ছিলেন প্রাইভেট কারে। আহত অন্যজন হলেন সেই প্রাইভেট করের চালক  রফিকুল ইসলাম সজিব । বড়ি খুলনার ফুলবাড়িতে। পুলিশ জানায়, সকালে খুলনা থেকে প্রাইভেটকারযোগে সাতক্ষীরায় আসছিলেন তারা। এ সময় বিজিবি ক্যাম্পের সামনে একটি তেলবাহী ভাউচার-এর সঙ্গে সংঘর্ষ হয়। সাথে সাথে সেখানে স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের কর্মিরা ছুটে যান এবং উদ্ধার কাজে নেমে পড়েন।

ঘটনাস্থলেই মারা গেছেন অসীম ও ছবি। অসীম কুমারের বাড়ি শিলিগুড়িতে এবং ছবি বিশ্বাসের বাড়ি কারিমপুরে। তাদের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তেলের ভাউচারের চালক পলাতক।