ঢাকা: ঈদ উপলক্ষে ৯ এপ্রিল ছুটির সুপারিশ গৃহীত হয়নি। এদিন অফিস খোলা থাকবে। তবে, সরকারী কর্মকর্তা-কর্মচারীরা চাইলে ঈদের আগে ৮ ও ৯ এপ্রিল ঐচ্ছিক ছুটি নিতে পারবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
চাঁদ দেখা সাপেক্ষ্যে পূর্ব ঘোষণা অনুযায়ী, পবিত্র ঈদুল ফিতরে সরকারি ছুটি আগামী ১০ থেকে ১২ এপ্রিল। এই ছুটি ৯ তারিখ থেকে কার্যকর করে একদিন বাড়ানোর সুপারিশ করা হয়। তবে তা নাকচ করেছে মন্ত্রিসভা।
এর আগে, ঈদযাত্রায় যানজট, যাত্রী হয়রানি ও সড়কে দুর্ঘটনায় প্রাণহানি কমাতে ৮ ও ৯ এপ্রিল দুইদিন ঈদের ছুটি বাড়ানোর দাবি জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। ১২ এপ্রিল ঈদের ছুটি শেষে ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি। এর পরদিন রোববার রয়েছে পয়লা বৈশাখের ছুটি। সবমিলিয়ে এবার দীর্ঘ ছুটি পেতে যাচ্ছেন কর্মজীবীরা।