Home Second Lead সিএন্ডএফ এজেন্টদের অবস্থান কর্মসূচিতে অচল চট্টগ্রাম কাস্টম হাউস

সিএন্ডএফ এজেন্টদের অবস্থান কর্মসূচিতে অচল চট্টগ্রাম কাস্টম হাউস

বিজনেসটুডে ২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: চোরাকারবারিদের সহায়তাকারি সিএন্ডএফ এজেন্সিসমূহের লাইসেন্স বাতিলের উদ্যোগ নিতেই ধাক্কা খেল কাস্টম হাউস। আজ মঙ্গলবার সকাল থেকে সিএন্ডএফ এজেন্টরা অবস্থান কর্মসূচিতে নেমেছে কাস্টম হাউসে।

কেবল এই প্রথম নয়, এর আগেও দেখা গেছে একই অবস্থা। যখনই কাস্টম হাউস অসৎ আমদানিকারক এবং এদের চালান খালাসে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যায়, সাথে সাথে সিএন্ডএফ এজেন্টরা আন্দোলনে নামে। সংশ্লিষ্ট কর্মকর্তার ‍বিরুদ্ধে দুর্নীতিবাজ, হয়রানিমূলক কার্যক্রম এবং ‘চট্টগ্রাম বিদ্বেষী’ অভিযোগ তুলে আন্দোলন করা হয়েছে। সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের কতিপয় কর্মকর্তা বিধি বহির্ভূতভাবে চালান খালাসে বাধ্য করতে  কাস্টম হাউসে কর্মকর্তাদের সাথে অশোভন আচরণ করেন বলে অভিযোগ রয়েছে। মূল লাইসেন্স ছাড়া আরও লাইসেন্সে কাজ করেন তারা।

কাস্টম হাউস থেকে রবিবার জাতীয় রাজস্ব বোর্ডে পাঠানো এক পত্রে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানিকারক ও এ ধরনের চালান খালাসে সংশ্লিষ্ট সিএন্ডএফ এজেন্টের বিরুদ্ধে ব্যবস্থা হিসেবে লাইসেন্স বাতিলের কথা জানানো হয়। এটা জানাজানি হতেই বিভিন্ন অভিযোগ তুলে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়। আজ সকাল থেকে এই কর্মসূচি পালনের ফলে কাস্টম হাউসে শুল্কায়ণ কার্যক্রম অচল হয়ে পড়েছে।

এসোসিয়েশনের এক কর্মকর্তা জানান, চট্টগ্রাম  ভিত্তিক  আমদানিকারকদের প্রতি বৈষম্যমূলক আচরণ, দুর্নীতিবাজ কর্তাদের পৃষ্ঠপোষকতা, সিএন্ডএফ কর্মচারিদের প্রতি দুর্ব্যবহারের প্রতিবাদে তারা কাজ বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন। এসব বিষয়ে সুরাহা হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি  চলবে।