Home শেয়ারবাজার সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ রুলস, ২০১৯ এর খসড়া অনুমোদন

সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ রুলস, ২০১৯ এর খসড়া অনুমোদন

সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ রুলস, ২০১৯ এর প্রস্তাবিত খসড়া সংশোধন সাপেক্ষে ক্যাটাগরি অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ আ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (২৭ নভেম্বর) কমিশনের ৭০৮ তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

জানা গেছে, সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ সংশোধন পূর্বক প্রস্তাবিত সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ রুলস, ২০১৯ শিরোনামে প্রস্তুতকৃত খসড়া কতিপয় সংশোধন সাপেক্ষে কমিশন অনুমোদন করেছে। যা জনমত জরিপের জন্য শীঘ্রই দৈনিক পত্রিকা ও বিএসইসির ওয়েব সাইটে প্রকাশ করা হবে।  বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।