উদ্ধারে রওনা হয়েছে ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজ ‘আইএনএস চেন্নাই’
বিজনেসটুডে২৪ ডেস্ক
সোমালীয় জলদস্যুদের হাতে ছিনতাই হয়েছে লাইবেরিয়া পতাকাবাহী জাহাজ এমভি লীলা নরফোক। জাহাজে ১৫ জন ভারতীয় নাবিক রয়েছে। পণ্যবাহী জাহাজটি বৃহস্পতিবার সন্ধ্যায় সোমালীয় উপকূলের কাছে ছিনতাইয়ের কবলে পড়েছে।
জাহাজটি উদ্ধারে রওনা হয়েছে ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজ ‘আইএনএস চেন্নাই’। ভারতীয় উপকূল থেকে প্রায় ৭০০ মাইল দূরে সোমালীয়া উপকূল থেকে ছিনতাই হয়েছে লীলা নরফোক। নৌ সেনারা বলেছেন, তারা যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। জাহাজে থাকা ভারতীয় নাবিকদের সাথে তাদের যোগাযোগ হয়েছে। নাবিকদের সবাই নিরাপদে রয়েছেন। পরিস্থিতির ওপর তীক্ষ্ম নজরদারি রয়েছে আইএনএস চেন্নাইয়ের।
সোমালিয়ার কাছে জাহাজ ছিনতাইয়ের ঘটনা নতুন নয়। কয়েক বছর আগে ছিনতাই হয়েছিল বাংলাদেশি জাহাজ এমভি জাহান মনি। গত মাসে সোমালিয়ার জলদস্যুরা আরব সাগরে মাল্টা পতাকাবাহী এমভি রুয়েন ছিনতাই করে। এই ঘটনার খবর পাওয়া মাত্রই তৎপর হয়ে ওঠে ভারতীয় নৌবাহিনী। নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ এবং একটি সামুদ্রিক টহল বিমান দ্রুত আরব সাগরে পাঠানো হয়েছিল। ভারতীয় নৌবাহিনী জাহাজটিকে উদ্ধার করে।