Home চট্টগ্রাম বাস-সিএনজি সংঘর্ষ, ৭ জন নিহত

বাস-সিএনজি সংঘর্ষ, ৭ জন নিহত

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: হাটহাজারীতে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার বেলা ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারীর চারিয়া ইজতেমার মাঠ সংলগ্ন স্থানে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে তাদের টিম ৭ জনের লাশ উদ্ধার করে মর্গে পাঠাচ্ছে। । আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাতজনের মরদেহ উদ্ধার করি। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।  আহতদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

হাটহাজারী থানার ওসি মনিরুজ্জামান জানিয়েছেন, আহতদের মধ্যে শিশুও রয়েছে। তাৎক্ষণিকভাবে পরিচয় মেলেনি হতাহতদের।