Home আন্তর্জাতিক হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বর্ধমান স্টেশন বিল্ডিং

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বর্ধমান স্টেশন বিল্ডিং

ছবি : সংগৃহীত

কলকাতা : শনিবার সন্ধ্যায় ভয়াবহ ঘটনা ঘটল বর্ধমান স্টেশনে। মূল প্রবেশদ্বারের একাংশ হঠাতই ভেঙে পরায় ধোঁয়ার মত ধুলো উড়ে যায়। ইতিমধ্যে ধংসস্তুপ সরিয়ে উদ্ধারকাজ শুরু হয়েছে। জেসিবি এনে উদ্ধারকাজ চলছে। অন্যদিকে, যে কোনও মুহূর্তে ভবনের অন্য অংশটিও ভেঙে পড়তে পারে।

ইতিমধ্যে স্টেশনের একাধিক জায়গায় ফাটল তৈরি হয়েছে। এই ফাটলই চিন্তায় ফেলেছে রেল আধিকারিকদের। ঘটনাস্থলে আসছেন রেলের ইঞ্জিনিয়াররা। ভবনটি ভেঙে ফেলা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের মধ্যে একজনের অপারেশন পর্যন্ত করতে হয়েছে বলে জানা যাচ্ছে। স্টেশন চত্বরে একটি অ্যাম্বুলেশ তৈরি রাখা রয়েছে। ধংসস্তুপ থেকে কাউকে উদ্ধার করা হলে যাতে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া যায় সেজন্যেই এই ব্যবস্থা। এই ঘটনায় ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়েনি। তবে ঘটনার পর ১ এবং ২ নম্বর প্লাটফর্ম বন্ধ রাখা হয়েছে।

এদিন সন্ধ্যা ৮টা নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বর্ধমান স্টেশনের মূল অংশ। ধ্বংসস্তুপের মধ্যে অনেকের আটকে থাকার আশঙ্কা। স্টেশনের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন ট্রেন যাত্রীদের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে। অত্যাধুনিক মেশিন এনে সরানো হচ্ছে ধ্বংসস্তুপ।

বর্ধমান স্টেশন ভেঙে পড়ার পরের ছবি। ভবনের সামনে কাউকে ঘেষতে দেওয়া হচ্ছে না। সম্পূর্ণ এলাকা ঘিরে রেখেছে জিআরপি এবং আরপিএফ। বাইরে পুলিশ দড়ি দিয়ে কর্ডন করে দিয়েছে গোটা এলাকা। ঘটনাস্থলে রয়েছেন জেলাশাসক সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। রয়েছেন মন্ত্রী স্বপন দেবনাথ। আসছেন রেলের ডিআরএম।

বিজনেসটুডে২৪ ডেস্ক