Home Third Lead চিনির দাম কমবে না: বাণিজ্যমন্ত্রী

চিনির দাম কমবে না: বাণিজ্যমন্ত্রী

ছবি সংগৃহীত

পোশাক শিল্পে প্রভাব পড়বে এমন কিছু করবে না আমেরিকা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

রংপুর: আমেরিকা-ইউরোপ এমন কিছু করবে না যাতে বাংলাদেশের পোশাকশিল্পে প্রভাব পড়ে। তাই পোশাক শিল্প মালিকদের উদ্বেগের কোন কারণ নেই।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আজ বুধবার (২৯ নভেম্বর) সকালে সেন্ট্রাল রোডস্থ নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে একথা বলেন। তিনি বলেন,  বাজারে চিনির দাম কমানোর কোন সুযোগ নেই। দেশীয় চিনির উৎপাদন নেই, ভারত থেকেও আমদানি নেই।  চিনির আমদানি শুল্ক কমাতে জাতীয় রাজস্ব বোর্ডকে বলা হয়েছে বলে উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী।

টিপু মনুশি আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে বলেন, এবারের নির্বাচন শুধু নিজের জন্য নয়, নৌকার জন্য ও উন্নয়নের জন্য এই নির্বাচন। রংপুরের উন্নয়নের দায়িত্বভার কাঁধে নিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই তাই উত্তরাঞ্চলের উন্নয়ন নিয়ে কোনো সংশয় নেই।

তিনি বলেন, উত্তরে গ্যাস আসায় অর্থনৈতিক জোন তৈরি হচ্ছে। উত্তরের মানুষের কর্মসংস্থানের জন্য রংপুরের নামে একটি ইপিজেড বাস্তবায়নে চিঠি চালাচালি চলছে। নির্বাচন শেষে হলে আগামী বছর প্রধানমন্ত্রী এই ঘোষণা নিজেই দেবেন। সেই সাথে আগামী ৫ বছরের মধ্যেই শিক্ষা, চাকরি, যোগাযোগ, স্বাস্থ্য ও ভারী শিল্প স্থাপনের মাধ্যমে অন্যান্য স্থানে জায়গা করে নেবে রংপুর বলে প্রত্যাশা করেন বাণিজ্যমন্ত্রী।