Home কলকাতা ভুটানগামী ট্রান্সশিপমেন্ট কার্গো অবশেষে ভারতে

ভুটানগামী ট্রান্সশিপমেন্ট কার্গো অবশেষে ভারতে

আঞ্চলিক বাণিজ্যে নতুন সম্ভাবনার দিগন্ত

কৃষ্ণা বসু, কলকাতা: বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে ভুটানের উদ্দেশ্যে পাঠানো প্রথম পরীক্ষামূলক ট্রানশিপমেন্ট কার্গো সোমবার চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক স্থলবন্দরের মাধ্যমে ভারতে প্রবেশ করেছে। এর মধ্য দিয়ে চ্যাংরাবান্ধা স্থলবন্দর প্রথমবারের মতো সফলভাবে ট্রানজিট–ট্রানশিপমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করল। ব্যবসায়ী মহল বলছে, এটি আঞ্চলিক বাণিজ্যে বড় অগ্রগতি।

গত চার দিন ধরে ‘রোড পারমিট’–সংক্রান্ত জটিলতার কারণে কার্গোটি লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে আটকে ছিল। ভারত ও ভুটানের টানা সরকারি ছুটির কারণে অনুমোদন পেতে বিলম্ব হয় বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। অবশেষে সোমবার ভারতীয় কাস্টমসের অনুমতি মিলতেই সীমান্ত অতিক্রমের প্রক্রিয়া শুরু হয়।

দুপুরের পর বাংলাদেশ ও ভারতের কাস্টমস কর্মকর্তাদের আলোচনা এবং ভারতীয় বিএসএফ কর্মকর্তাদের উপস্থিতিতে কার্গোটি সীমান্ত অতিক্রম করে চ্যাংরাবান্ধায় ঢোকে। বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে শুরু করে বাংলাদেশের সড়কপথ এবং এরপর ভারতের সড়কপথ ব্যবহার করে ভুটানে পণ্য পাঠানো হচ্ছে এই প্রথম। ২০২৩ সালের মার্চে বাংলাদেশ ও ভুটানের মধ্যে হওয়া ট্রানশিপমেন্ট চুক্তি এবং পরবর্তী সচিব–স্তরের বৈঠকের সিদ্ধান্তের আলোকে এই পরীক্ষামূলক চালান পরিচালিত হচ্ছে।

ব্যবসায়ী মহল মনে করছে, ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে ভুটানের কাছে ট্রানশিপমেন্ট সুবিধা দেওয়া আঞ্চলিক বাণিজ্যে নতুন সম্ভাবনার সৃষ্টি করবে। পরীক্ষামূলক চালানটি নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারলে ভবিষ্যতে বড় পরিসরে পণ্য পরিবহনের পথ আরও উন্মুক্ত হবে।