Home কক্সবাজার কক্সবাজারে মাঝরাতে ভূকম্পন

কক্সবাজারে মাঝরাতে ভূকম্পন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কক্সবাজার: সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া ও চকরিয়া এলাকায় কয়েক সেকেন্ড স্থায়ী হালকা ভূকম্পন অনুভূত হয়েছে। হঠাৎ দুলুনির কারণে অনেকে ঘর থেকে বেরিয়ে আসেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেন।

স্থানীয়রা জানান, কম্পন এতটাই আকস্মিক ছিল যে দরজা-জানালা কেঁপে ওঠে এবং ঘরের মেঝে সামান্য দুলে ওঠার অনুভূতি হয়। তবে প্রাথমিকভাবে কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস জানায়, রাত পর্যন্ত কোনো জরুরি সহায়তার কল পাওয়া যায়নি।

অন্যদিকে, ভূমিকম্পটির উৎস সম্পর্কে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস নিশ্চিত তথ্য প্রকাশ করেছে। ইউএসজিএস-এর হিসাব অনুযায়ী ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৯। কম্পনের কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের ফালাম এলাকা এবং এটি ভূ-গভীর প্রায় ১০৬ কিলোমিটার নিচে উৎপন্ন হয়। অতিরিক্ত গভীরতার কারণে বিস্তৃত এলাকায় কম্পন অনুভূত হলেও ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম ছিল বলে উল্লেখ করেছে সংস্থাটি।

বিশেষজ্ঞদের মতে, কক্সবাজার ও আশপাশের অঞ্চল ভূ-তাত্ত্বিকভাবে সংবেদনশীল হওয়ায় এ ধরনের মাঝেমধ্যে স্বল্পমাত্রার ভূকম্পন দেখা যায়। এগুলো সাধারণত বড় ধরনের ঝুঁকি তৈরি না করলেও ভবিষ্যৎ সতর্কতার জন্য জনগণকে সচেতন থাকা উচিত।

সরকারি সংস্থাগুলো সবাইকে শান্ত থাকার পাশাপাশি ভূমিকম্পসংক্রান্ত সরকারি ঘোষণা মনোযোগ দিয়ে অনুসরণ করার অনুরোধ জানিয়েছে।