Home Third Lead কপাল কারে কয়

কপাল কারে কয়

রেমিটেন্স যোদ্ধা মোহাম্মদ। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে এবার বাংলাদেশি এক গাড়ি চালক লটারিতে জিতলেন প্রায় ৩ কোটি টাকা। তার নাম মোহাম্মদ (৫৩)। তিনি জানিয়েছেন, লটারির এই টাকায় দেশে ছেলের জন্য একটা বাড়ি কিনবেন। আর কিছু টাকা বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করবেন।

প্রবাসী মোহাম্মদ সংযুক্ত আরব আমিরাতের রাইস আল খাইমায় কর্মরত। বুধবার (২০ ডিসেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, আবুধাবিভিত্তিক বিগ টিকিটের সাপ্তাহিক লটারিতে ১ মিলিয়ন দিরহাম জিতেছেন বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ । বাংলাদেশি অর্থে এর পরিমাণ ২ কোটি ৯৭ লাখ ৯৫ হাজার ১৯৫ টাকা।

 বন্ধুদের কথা শুনে গত এক বছর ধরে বিগ টিকিটের লটারি কিনছেন তিনি। এক বছরের মধ্যেই কপাল খুলল তার। মুহূর্তের মধ্যেই তিনি হয়ে গেছেন কোটিপতি।

লটারিতে ৩ কোটি টাকা জেতার পর মোহাম্মদ বলেন, ‘আমরা ১৯ জনের একটি দল। গত এক বছর ধরে আমরা প্রতি মাসে লটারির টিকিট কিনছি। এটি নিয়ে তৃতীয়বারের মতো আমার নামে টিকিট কিনেছিলাম। আমরা বিশেষ অফারে দুটি কিনলে দুটি ফ্রিতে চারটি টিকিট কিনেছিলাম। আমি দুটি টিকিট পছন্দ করেছিলাম। আর আমার বন্ধু দুটি টিকেট পছন্দ করেছিল। যে টিকিটটি বিজয়ী হয়েছে সেটি আমিই বেছে নিয়েছিলাম। আমাদের এই জয়ের জন্য আমি অনেক খুশি।’

এই অর্থ দিয়ে কী করবেন- এমন প্রশ্ন করলে মোহাম্মদ জবাবে বলেন, ‘আমি এখনো জানি না। আমি আমার পুরস্কার বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করব। আর আমার নগদ অর্থ দিয়ে, বাংলাদেশে আমার সন্তানদের জন্য হয়তো একটি নতুন বাড়ি কিনব।’

গত জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী মোহাম্মদ রায়ফুল  সাড়ে তিন কোটি দিরহাম (৯৮ কোটি ১৭ লাখ টাকা) মূল্যের লটারি জিতে নিয়েছেন। খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষে বিগ টিকিট নামের লটারির প্রথম র‌্যাফেল ড্রতে তিনি জয়ী হন।