Home Second Lead লকডাউনে ব্যাংক খোলা রাখতে মন্ত্রী পরিষদের চিঠি

লকডাউনে ব্যাংক খোলা রাখতে মন্ত্রী পরিষদের চিঠি

এক সপ্তাহর জন্য ব্যাংক বন্ধ হয়ে যাবে তাই মঙ্গলবার অগ্রণী ব্যাংকের প্রেসক্লাব শাখার সামনে ছিল গ্রাহকের দীর্ঘ লাইন। ছবি: আজিম অনন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: আগামীকাল ১৪ এপ্রিল থেকে ২১শে এপ্রিল সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনে ব্যাংক সেবা সীমিত আকারে খোলা রাখতে কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ।

বিশেষ প্রয়োজনে ব্যাংক সেবা প্রদানের অনুরোধ জানিয়ে আজ মঙ্গলবার এ চিঠি দেয়া হয়।

গতকাল কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল, ১৪ থেকে ২১শে এপ্রিল ব্যাংক শাখা বন্ধ থাকবে। তবে বন্দর এলাকার ব্যাংক শাখা খোলা রাখা যাবে।