বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা অক্ষয় কুমার সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবনের এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এনেছেন। তাঁর ১৩ বছরের কন্যা নিতারা অনলাইন গেম খেলার সময় সাইবার অপরাধীদের টার্গেটে পড়তে বসেছিল। মুম্বইয়ে এক সাইবার নিরাপত্তা সচেতনতা কর্মসূচিতে বক্তৃতা দিতে গিয়ে তিনি এই অভিজ্ঞতার কথা শোনান এবং শিশু-কিশোরদের সাইবার নিরাপত্তা শিক্ষার জন্য স্কুলে বাধ্যতামূলক ক্লাস চালুর দাবি জানান।
অক্ষয় জানান, কয়েক মাস আগে নিতারা একটি অনলাইন ভিডিও গেম খেলছিল। খেলার সময় অপরিচিত এক প্লেয়ার প্রথমে সাধারণ কথোপকথন শুরু করে—“কেমন আছো?”, “কোথায় থাকো?” ইত্যাদি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি ভয়ঙ্কর মোড় নেয়। অপরিচিত সেই ব্যক্তি সরাসরি নিতারাকে জিজ্ঞেস করে, “তুমি ছেলে না মেয়ে?” নিতারা ‘মেয়ে’ বলে উত্তর দিলে, পরের বার্তায় অশালীন প্রস্তাব আসে—“তুমি কি তোমার নগ্ন ছবি পাঠাতে পারবে?”
ভাগ্যক্রমে, নিতারা সঙ্গে সঙ্গে ডিভাইস বন্ধ করে মাকে (অভিনেত্রী টুইঙ্কেল খান্না) পুরো ঘটনা জানায়। এভাবেই বড় ধরনের বিপদ থেকে রক্ষা পায় সে।
অক্ষয় কুমার বলেন, “এভাবেই সবকিছু শুরু হয়। এটিও সাইবার অপরাধেরই একটি অংশ।” তিনি জোর দিয়ে বলেন, শিশুদের স্কুল থেকেই সাইবার সুরক্ষা সম্পর্কে সচেতন করা জরুরি।
এই প্রেক্ষাপটে অভিনেতা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান, সপ্তম থেকে দশম শ্রেণি পর্যন্ত স্কুলে বাধ্যতামূলকভাবে ‘সাইবার পিরিয়ড’ চালু করা হোক। তাঁর বক্তব্য, “প্রতি সপ্তাহে একটি বিশেষ ক্লাস রাখা হোক, যেখানে শিক্ষার্থীরা সাইবার অপরাধের ঝুঁকি এবং অনলাইন নিরাপত্তা সম্পর্কে শিখবে।”
অক্ষয় কুমারের এই অভিজ্ঞতা ও উদ্যোগ কেবল তারকা পরিবারের জন্য নয়, বরং সব অভিভাবক ও শিশু-কিশোরদের জন্য এক বড় সতর্কবার্তা। ডিজিটাল যুগে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর এই আহ্বান সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।