কাজে না ফিরলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃপক্ষ এনবিআরের কর্মীদের চাকরিকে ‘অত্যাবশ্যকীয় পরিষেবা’ হিসেবে ঘোষণা করেছে। সম্প্রতি চলমান আন্দোলনের কারণে কাজে না ফেরা ও অফিসে অনুপস্থিত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্মীদের সতর্ক করে বলেছেন, অফিসে উপস্থিত না হলে ও দায়িত্ব পালনে অনীহা দেখালে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এনবিআরের সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন বিভাগে কর্মচারীরা আন্দোলনে যুক্ত হয়ে অফিসের কাজে অনিয়ম ঘটাচ্ছেন, যা রাজস্ব আদায়ে ব্যাহত করছে। এর ফলে সরকারের রাজস্ব আহরণে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে এবং দেশের অর্থনৈতিক ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এজন্য এনবিআর কর্তৃপক্ষ বাধ্য হয়ে চাকরিকে ‘অত্যাবশ্যকীয় পরিষেবা’ ঘোষণা করে অনুপস্থিতদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, ‘অত্যাবশ্যকীয় পরিষেবা’ হিসেবে ঘোষণার অর্থ হলো ওই সংস্থার কর্মীরা সরকার কর্তৃক নির্ধারিত সময় ও শর্তে বাধ্যতামূলকভাবে অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালন করবেন। এধরনের পরিষেবা বন্ধ বা ব্যাহত হলে তা দেশের জনস্বাস্থ্যের মতো অপরিহার্য ক্ষেত্রে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।
এনবিআরের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, “আন্দোলনে যুক্ত থাকার কারণে যারা অফিসে নিয়মিত আসছেন না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ ক্ষেত্রে চাকরিচ্যুতির মতো শাস্তি পর্যন্ত হতে পারে।” তিনি আরও বলেন, “এনবিআরের কাজ দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই বাধ্য হয়ে এমন কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে।”
অন্যদিকে, কর্মচারী সংগঠনগুলো এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানিয়ে বলেছেন, সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের দাবি মেটানো প্রয়োজন। তবে এনবিআরের বর্তমান ব্যবস্থাপনা বলছে, কর্মক্ষেত্রে নিয়ম ও শৃঙ্খলা বজায় রাখা ছাড়া রাজস্ব আদায়ে সফলতা সম্ভব নয়।
সরকারি সূত্র জানায়, আগামী কয়েক দিনের মধ্যে এনবিআরের আন্দোলনরত কর্মীদের অংশগ্রহণ ও অবস্থানের ওপর নিরীক্ষা করা হবে। যারা অফিসে ফিরবেন না, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।