Home সারাদেশ কমলনগরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে ১৭ দিনের অনশন

কমলনগরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে ১৭ দিনের অনশন

ছবি এ আই
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, লক্ষ্মীপুর: কমলনগরে স্ত্রীর স্বীকৃতি চেয়ে টানা ১৭ দিন প্রেমিকের বাড়িতে অনশন করেছেন এক তরুণী। অবশেষে দেনমোহরের টাকা বুঝে পেয়ে তিনি অনশন শেষ করে বাড়ি ফিরে গেছেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার চরফলকন ইউনিয়নের জাজিরা এলাকায় মুসা ব্যাপারীর বাড়িতে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালে চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট এলাকার ওই তরুণীর সঙ্গে জাজিরা গ্রামের মো. হাকিমের ছেলে আবুল কালাম ওরফে কালুর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা গোপনে বিয়ে করেন এবং বিয়ের পর চট্টগ্রাম শহরে বাসা ভাড়া নিয়ে একসঙ্গে বসবাস শুরু করেন।

তবে সম্প্রতি কালু গোপনে গ্রামের বাড়িতে ফিরে এসে তরুণীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। পরে ফেসবুকে কালুর নতুন বিয়ের ছবি দেখে হতবাক হয়ে যান ওই তরুণী। এরপর স্বামীর খোঁজে তিনি কমলনগরের জাজিরায় এসে ২ অক্টোবর থেকে কালুর বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন শুরু করেন।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টির সমাধানে এগিয়ে আসেন। রোববার সকালে উভয় পক্ষের উপস্থিতিতে দেনমোহর বাবদ ১ লাখ ৭০ হাজার টাকায় রফা হয়।

চরফলকন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য বাবুল মেম্বার জানান, কালুর পরিবারের কাছ থেকে ১ লাখ ৭০ হাজার টাকা আদায় করে তরুণীকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তাদের মধ্যে তালাক সম্পন্ন হয়েছে।

তরুণী বলেন, “আমার কাবিনে ৩ লাখ টাকা ছিল। এর মধ্যে ১ লাখ ৭০ হাজার টাকা পেয়েছি। এখন আমি আমার বাড়ি ফটিকছড়িতে ফিরে যাচ্ছি।”

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, স্থানীয়ভাবে উভয় পক্ষ বসে বিষয়টি মীমাংসা করেছে বলে তিনি জানতে পেরেছেন।