বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করেছে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ। রোববার (১৮ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। সে সময় তিনি থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন।
ইমিগ্রেশন পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া একটি মামলায় ফারিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। মামলাটি করা হয়েছিল ২০২৪ সালের জুলাই মাসে ঢাকায় ঘটে যাওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের সময়। মামলায় তাকে হত্যাচেষ্টার অভিযোগে অন্যতম আসামি করা হয়।
গ্রেপ্তারের পর নুসরাত ফারিয়াকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেখানে মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে পাঠানো হয়।
বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার এএইচএম শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ভাটারা থানার একটি সূত্র জানায়, ফারিয়াসহ আরও ১৭ জনের বিরুদ্ধে মামলাটি করেছিলেন এক এনামুল হক নামে ব্যক্তি। তার অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে অভিযুক্তরা আওয়ামী লীগের পক্ষে বিপুল পরিমাণ অর্থ সহায়তা দেন। সেই সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন মামলার বাদী এনামুল।
অভিযোগপত্রে আরও বলা হয়, আসামিরা সরাসরি না হলেও অর্থ ও প্ররোচনার মাধ্যমে আন্দোলনকারীদের ওপর হামলায় অংশ নেন। সে সময়কার সহিংসতায় বাদী এনামুল হকের ডান পায়ে গুলি লাগে এবং তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন।
মামলায় অন্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, ভাবনা, অভিনেতা জায়েদ খানসহ আরও অনেকে। এদের সবাইকে ‘সরকারের পক্ষে অবস্থান গ্রহণকারী ও অর্থ সরবরাহকারী’ হিসেবে বিবেচনা করা হয়েছে।
নুসরাত ফারিয়া ২০১৫ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন এবং বাংলাদেশ ও ভারতের বেশ কয়েকটি সিনেমায় কাজ করেন। এছাড়া তিনি মডেলিং ও উপস্থাপনাতেও সমানভাবে জনপ্রিয়। সম্প্রতি মুক্তি পাওয়া তার অভিনীত ‘জ্বিন ৩’ সিনেমাটি এবারের ঈদে মুক্তি পায়। এতে তার বিপরীতে ছিলেন আব্দুন নূর সজল, পরিচালনায় ছিলেন কামরুজ্জামান রোমান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার বিষয়ে নুসরাত ফারিয়ার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।