Home বিনোদন শ্রীপর্ণা রায়ের দাম্পত্যে চিড়? টলিপাড়ায় গুঞ্জনের ঝড়

শ্রীপর্ণা রায়ের দাম্পত্যে চিড়? টলিপাড়ায় গুঞ্জনের ঝড়

বিনোদন ডেস্ক: টলিপাড়ার তারকাদের সম্পর্ক যেমন আলোচনার কেন্দ্রে থাকে, তেমনি বিচ্ছেদের গুঞ্জনও ছড়ায় চোখের পলকে। তারকাদের ব্যক্তিগত জীবনের প্রতি সাধারণ মানুষের আগ্রহ সব সময়ই তুঙ্গে। এবার সেই গুঞ্জনের কেন্দ্রবিন্দুতে ছোট পর্দার জনপ্রিয় মুখ শ্রীপর্ণা রায়।

২০২৩ সালের ২৮ নভেম্বর চিকিৎসক শুভদীপ ভট্টাচার্যের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী। তাঁদের আলাপ হয়েছিল একটি অনলাইন ম্যাট্রিমনি সাইটে। হাওড়ার বালির মেয়ে শ্রীপর্ণা বিয়ের পরে সংসার পাতেন চন্দননগরে। লাল বেনারসি আর সাবেক সাজে বিয়ের মুহূর্তগুলো ভাগ করে নিয়েছিলেন নিজের ভক্তদের সঙ্গে।

কিন্তু সময়ের সঙ্গে বদলেছে চিত্র। এখন শ্রীপর্ণার ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক থেকে শুভদীপের সঙ্গে সব ছবি উধাও। টলিপাড়ায় কানাঘুষো চলছে, তাঁদের সম্পর্ক আর আগের মতো নেই। এমনকি এবছর জামাইষষ্ঠীতেও শুভদীপ আসেননি শ্বশুরবাড়িতে। সেদিন শ্রীপর্ণা সপরিবার বেড়াতে গিয়েছিলেন বলে খবর।

তবে সব কিছুতেই যে ফাটল চূড়ান্ত, তা এখনই বলা যাচ্ছে না। কারণ, মাস ছয়েক আগেই দুজনের জন্মদিন উদযাপনের ছবি ভাগ করে নিয়েছিলেন শ্রীপর্ণা। আর কিছু ভিডিও বা চিত্রে এখনও তাঁর হাতে লোহা দেখা যাচ্ছে—যা অনেকের নজর কেড়েছে।

ঘনিষ্ঠ সূত্র জানায়, সমস্যা থাকলেও এখনও আইনি পথে এগোননি এই দম্পতি। এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের প্রশ্নে শ্রীপর্ণা সংক্ষিপ্ত মন্তব্যে বলেন, ‘‘বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত। তাই এই নিয়ে কোনও মন্তব্য করব না।’’

এই টানাপড়েনের মধ্যেই নতুন করে কাজেও ফিরছেন অভিনেত্রী। স্টার জলসার নতুন মেগা ধারাবাহিক ‘লক্ষ্মীর ঝাঁপি’-তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। যদিও এটি মুখ্য চরিত্র নয়, তবে তাঁর অভিনয়ে থাকবে বিশেষ মাত্রা। শ্রীপর্ণা জানান, বড় চরিত্র মানেই দৈনিক শুটিংয়ের চাপ, যা তাঁকে অন্য মাধ্যমে কাজ করতে বাধা দেয়। তাই এবার একটু অন্যভাবে এগোতে চান তিনি।

এর আগে ‘কড়ি খেলা’, ‘মুকুট’, ‘আঁচল’, ‘গাঁটছড়া’-র মতো ধারাবাহিকে দেখা গিয়েছে শ্রীপর্ণাকে। ব্যক্তিগত জীবনের অনিশ্চয়তা আর পেশাগত নতুন যাত্রার মাঝে টেলিভিশনের এই পরিচিত মুখ কতটা স্থিরতা খুঁজে পান, সেটাই এখন দেখার।

আপনার মতামত কী?
শ্রীপর্ণা রায়ের ব্যক্তিগত জীবনের এই টানাপড়েন এবং পেশাগত নতুন যাত্রা নিয়ে আপনার কী মত?
কমেন্টে জানান, এবং প্রতিবেদনটি যদি আপনার ভালো লেগে থাকে, শেয়ার করতে ভুলবেন না।

#টলিপাড়া #শ্রীপর্ণা #বিয়ে_ভাঙা #ধারাবাহিক #বাংলা_টেলিভিশন #স্টার_জলসা