বিনোদন ডেস্ক:
সম্প্রতি একেবারে ভিন্নভাবে চমকে দিয়েছেন অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। সাহসী এক আইটেম নম্বরে তাঁর উপস্থিতি দর্শক মহলে আলোচনার ঝড় তোলে। একের পর এক নতুন চরিত্রে নিজেকে মেলে ধরছেন সুস্মিতা। নিজেকে অভিনয়ে সম্পূর্ণ ভাঙচুর করে তবেই চরিত্রে প্রাণ দিচ্ছেন তিনি।
এই মুহূর্তে বিনোদন দুনিয়ায় কান পাতলে শোনা যাচ্ছে, পরিচালকের ভাবনায় রয়েছেন তিনিই। হ্যাঁ, কথা হচ্ছে পরিচালক শমীক রায়চৌধুরী ও তাঁর আসন্ন থ্রিলারধর্মী ছবি নিয়ে। গুঞ্জন উঠেছে, এই ছবির কাহিনির কেন্দ্রেই নাকি রয়েছে সুস্মিতা চট্টোপাধ্যায়ের চরিত্র। যদিও এই বিষয়ে এখনো মুখ খোলেননি পরিচালক বা অভিনেত্রী কেউই। সবটাই রয়েছে প্রাথমিক পর্যায়ে।
জানা যাচ্ছে, ছবিটির চিত্রনাট্য নিয়ে কাজ চলছে পুরোদমে। অন্যদিকে, শোনা যাচ্ছে, শমীক এখন ব্যস্ত তাঁর একটি নতুন বিজ্ঞাপনের শুটিং নিয়ে, যেখানে সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গেই কাজ করছেন তিনি। অনেকেই বলছেন, এই বিজ্ঞাপন শুটিংয়ের অভিজ্ঞতা থেকেই পরিচালক হয়তো নতুন ছবির ভাবনা পেয়েছেন।
উল্লেখ্য, শমীক রায়চৌধুরীর নাম বললেই দর্শকের মনে ভেসে ওঠে রহস্যঘন কাহিনির ছবি। তাঁর সাম্প্রতিক ছবি ‘মায়া সত্য ভ্রম’ ছিল এক বিস্ময়কর মিশ্রণ, যেখানে ছিলেন সোহম মজুমদার, প্রিয়াঙ্কা সরকার এবং আলেকজান্দ্রা টেলর। তার আগের ছবিতেও দর্শক পেয়েছেন থ্রিলার আর নাটকীয়তার শ্বাসরুদ্ধকর টানটান আবহ।
এবার নতুন ছবিতে ঠিক কী রহস্য তুলে ধরবেন শমীক, তা এখনও অজানা। তবে যদি সত্যিই সুস্মিতা এই ছবির কেন্দ্রীয় চরিত্রে থাকেন, তবে তাঁর অভিনয়ের নতুন দিক যে দর্শকদের সামনে আসবে, তা বলাই যায়।
সব মিলিয়ে এক থ্রিলার ঘেরা নতুন যাত্রার ইঙ্গিত মিলছে টলিউডে। আর সুস্মিতা চট্টোপাধ্যায়ের পরবর্তী চমকের অপেক্ষায় এখন দর্শকমহল।