বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: টাঙ্গাইলের কালিহাতীতে অরক্ষিত রেলক্রসিং-এ ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। দু’জন সম্পর্কে শ্যালক ও দুলাভাই।
শনিবার রাত সোয়া ৮ টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় কালীহাতীর সাতুটিয়া গ্রামের মৃত নইমউদ্দিনের ছেলে মোতালেব হোসেন (৪৫) এবং তার শ্যালক একই গ্রামের মৃত হারুন অর রশীদের ছেলে মাসুম মিয়া এক বিয়ে অনুষ্ঠান থেকে ফিরছিলেন। হাতিয়া এলাকায় অরক্ষিত রেলক্রসিং-এ ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, মোতালেব তার শ্যালক মাসুমকে নিয়ে হাতিয়া এলাকায় একটি বিয়ের দাওয়াত খেতে আসেন। রাতে তারা মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপসহকারী পরিদর্শক শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতের স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেছে।










