Home বিনোদন অর্জুন তেন্ডুলকরের জীবনের নতুন ইনিংস: বাগ্‌দান সানিয়ার সঙ্গে

অর্জুন তেন্ডুলকরের জীবনের নতুন ইনিংস: বাগ্‌দান সানিয়ার সঙ্গে

বিনোদন ডেস্ক: ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর জীবনের এক নতুন অধ্যায়ে পা রাখলেন। মুম্বইয়ের প্রভাবশালী ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি সানিয়া চন্দোকের সঙ্গে বুধবার ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয়েছে তাঁদের বাগ্‌দান অনুষ্ঠান। দুই পরিবারের অল্প কিছু ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধু উপস্থিত ছিলেন এই বিশেষ মুহূর্তের সাক্ষী হয়ে।

খাদ্য প্রক্রিয়াকরণ ও হোটেল শিল্পে মুম্বইয়ের ঘাই পরিবার সুপরিচিত নাম। ইন্টারকন্টিনেন্টাল হোটেল ও ব্রুকলিন ক্রিমারি আইসক্রিম ব্র্যান্ডের মালিক এই পরিবারে এখন নতুন সদস্য হিসেবে যোগ দিচ্ছেন সচিন-পুত্র। ২৫ বছর বয়সী অর্জুন পেশাদার ক্রিকেটার। বাঁহাতি পেসার হলেও ব্যাট হাতেও সমান কার্যকরী। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে খেলেছেন এবং ঘরোয়া ক্রিকেটে গোয়ার হয়ে প্রতিনিধিত্ব করছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৭টি ও লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৮টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

অন্যদিকে সানিয়া চন্দোক নিজেও সফল ব্যবসায়ী। একাধিক সংস্থার মালিক হওয়ার পাশাপাশি পারিবারিক ব্যবসার দায়িত্বও পালন করেন তিনি। ব্যক্তিগত জীবনে সাদামাটা জীবনযাপন পছন্দ করেন সানিয়া এবং সমাজমাধ্যমে তেমন সক্রিয় নন। দীর্ঘদিন ধরে অর্জুন ও সানিয়া সম্পর্কে ছিলেন বলে জানা গেছে এবং দুই পরিবারের সম্মতিতেই তাঁদের বাগ্‌দান সম্পন্ন হয়।

সচিনের মেয়ে সারা তেন্ডুলকরকে নিয়ে অতীতে নানা গুঞ্জন শোনা গেলেও অর্জুন সবসময় ব্যক্তিগত জীবন আড়ালে রেখেছেন। তাই তাঁর এই বাগ্‌দান অনেকের কাছেই এক সুখকর চমক হয়ে এসেছে।