Home আইন-আদালত রামগড়ে অস্বাস্থ্যকর খাবার বিক্রি: সীমা হোটেল মালিককে জরিমানা

রামগড়ে অস্বাস্থ্যকর খাবার বিক্রি: সীমা হোটেল মালিককে জরিমানা

মো. মাসুদ রানা, রামগড়: খাগড়াছড়ির রামগড় পৌরসভার সোনাইপুল বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রির দায়ে সীমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় বাজার তদারকি ও আইন-শৃঙ্খলা রক্ষায় টাস্কফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে দেখা যায়, সীমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খাবার প্রস্তুত, সংরক্ষণ ও বিপণন করা হচ্ছিল অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে। রান্নাঘর ও খাদ্য সংরক্ষণাগারে সঠিক স্বাস্থ্যবিধি অনুসরণ করা হয়নি। এ কারণে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯” অনুযায়ী হোটেল মালিককে জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন জানান, খাদ্য ব্যবসায়ীদের সচেতন ও জবাবদিহিমূলক করতে নিয়মিত এ ধরনের অভিযান চালানো হচ্ছে। তিনি বলেন, “অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাই কেউ যেন ভোক্তার স্বাস্থ্য নিয়ে খেলতে না পারে, সে বিষয়টি নিশ্চিত করতে প্রশাসন কঠোর থাকবে।”

তবে স্থানীয় ব্যবসায়ীরা জানান, অভিযান চললে কয়েকদিন তারা সতর্ক থাকলেও, কয়েকদিন যেতে না যেতে আবার একই অবস্থা ফিরে আসে। অভিযান নিয়মিত না হওয়ায়  দোকানগুলো আবার অস্বাস্থ্যকর পরিবেশে পরিচালিত হতে থাকে।

অভিযান চলাকালে আরও কয়েকটি দোকান পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ীদের পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার জন্য সতর্ক করা হয়। স্থানীয় ভোক্তারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।