Home আন্তর্জাতিক আত্মঘাতী বিস্ফোরণে থেমে গেল বিয়ের সানাই

আত্মঘাতী বিস্ফোরণে থেমে গেল বিয়ের সানাই

 পাকিস্তানে রক্তক্ষয়ী হামলায় মৃত ৭
 আন্তর্জািতিক ডেস্ক: পাকিস্তানের ডেরা ইসমাইল খানে আনন্দ-উৎসবে মেতে উঠেছিল গোটা বাড়ি। একদিকে বিয়ের সানাই বাজছিল, অন্যদিকে চলছিল ভূরিভোজ। কিন্তু মুহূর্তের ব্যবধানে সেই উৎসবের আঙিনা পরিণত হলো মৃত্যুপুরীতে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় এক ভয়াবহ আত্মঘাতী হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জন, আহত হয়েছেন আরও ২৫ জন।
ঘটনার প্রেক্ষাপট
শুক্রবার সন্ধ্যায় সরকার সমর্থিত শান্তি সংগঠনের প্রধান নুর আলম মেহসুদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলাকালীন এক আত্মঘাতী জঙ্গি প্রবেশ করে নিজেকে উড়িয়ে দেয়। বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে বাড়ির ছাদ ধসে পড়ে এবং অনেক অতিথি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। উদ্ধারকাজের সময় দেখা যায়, বিয়ের মণ্ডপ জুড়ে ছড়িয়ে আছে রক্ত আর ধ্বংসের চিহ্ন।
নিশানা যখন ‘শান্তি কমিটি’ ও ‘প্রাক্তন তালিবান’
প্রশাসনের ধারণা, এই হামলা ছিল অত্যন্ত পরিকল্পিত। নিহতদের মধ্যে রয়েছেন:
ওয়াহিদুল্লা মেহসুদ (জিগরি মেহসুদ): শান্তি কমিটির অন্যতম প্রভাবশালী নেতা।
প্রাক্তন তালিবান সদস্য: যিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরেছিলেন (যাঁদের স্থানীয়ভাবে ‘ভালো তালিব’ বলা হয়)।
নেপথ্যে কারা?
এখনও পর্যন্ত কোনো সংগঠন আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার না করলেও পাক গোয়েন্দাদের আঙুল ‘তেহরিক-ই-তালিবান’ (TTP)-এর দিকে। আত্মসমর্পণকারী সদস্য এবং শান্তি কমিটির নেতাদের ভয় দেখাতেই এই টার্গেটেড হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে।
নিরাপত্তা নিয়ে উদ্বেগ
খাইবার পাখতুনখোয়ায় গত কয়েক মাসে শান্তি কমিটির সদস্যদের ওপর হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। এই রক্তক্ষয়ী বিস্ফোরণ পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার কঙ্কালসার চেহারাটাকেই আবারও বিশ্বমঞ্চে তুলে ধরল। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।