বিজনেসটুডে২৪ প্রতিনিধি, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মির্জাপুর এলাকার নিজস্ব ভবন ‘ইসলাম টাওয়ার’ থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিক্ষার্থীর নাম সোনিয়া সুলতানা (২২)। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, সকাল সাড়ে আটটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। “আমরা পৌঁছানোর আগেই তার বাবা মরদেহ নামিয়ে ফেলেছিলেন। যে কাপড়টি দিয়ে ফাঁস দেওয়া হয়েছিল, সেটি ফ্যানের সঙ্গে বাঁধা অবস্থায় পাই,” বলেন তিনি।
ওসি আরও বলেন, “সোনিয়া তার বাবা-মায়ের সঙ্গে ওই ফ্ল্যাটে থাকতেন। ধারণা করা হচ্ছে, ভোর ছয়টার দিকে ঘটনাটি ঘটে। প্রথমে তার মা মেয়ের মরদেহ দেখতে পান।”
পুলিশ ঘটনাস্থল থেকে চারটি চিরকুট উদ্ধার করেছে। চিরকুটে সোনিয়া সবার কাছে ক্ষমা চেয়ে লেখেন, “আমার অনেক কিছু করার ইচ্ছা ও স্বপ্ন ছিল, কিন্তু তোমাদের জন্য কিছুই করতে পারলাম না। আমাকে ক্ষমা করে দিও। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার যেন পোস্টমর্টেম না করা হয়।”
ওসি আব্দুল মালেক জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তারা ময়নাতদন্ত করাতে চান না। “প্রাথমিকভাবে আমরা ঘটনাটিকে আত্মহত্যা হিসেবেই দেখছি,” বলেন তিনি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আখতার বানু বলেন, “সোনিয়া খুব মেধাবী ছাত্রী ছিল। গতকালই তার ভাইভা ছিল, সেটিও ভালো করেছে। ভোরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।”
সোনিয়ার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও শিক্ষকরা এই মর্মান্তিক ঘটনার পর গভীর শোক প্রকাশ করেছেন।










