Home চট্টগ্রাম নির্বাচন পেছানো কার স্বার্থে, প্রশ্ন আমীর খসরুর

নির্বাচন পেছানো কার স্বার্থে, প্রশ্ন আমীর খসরুর

আমীর খসরু মাহমুদ চৌধুরী

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রশ্ন তুলেছেন, কার স্বার্থে আগামী জাতীয় নির্বাচন পেছানো হচ্ছে এবং এর মাধ্যমে কারা লাভবান হচ্ছে। তিনি বলেন, ‘সিংহভাগ রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চেয়েছে। তাহলে হঠাৎ এপ্রিল নিয়ে আসার পেছনে কাদের উদ্দেশ্য কাজ করছে?’

রোববার দুপুরে চট্টগ্রাম নগরের মেহেদীবাগে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, ‘ঐকমত্য প্রায় সম্পন্ন। বিচারকার্য ইতোমধ্যে শুরু হয়ে গেছে এবং তা স্বাভাবিক গতিতে চলবে। বিচার সরকার চালাবে না—এটা সবারই জানা। তাহলে এই অবস্থায় নির্বাচন হঠাৎ এপ্রিলের দিকে নিয়ে যাওয়ার কী দরকার?’

তিনি বলেন, ‘সেপ্টেম্বর, অক্টোবর কিংবা নভেম্বরে নির্বাচন আয়োজন সম্ভব। সবাই চিন্তাভাবনা করেই ডিসেম্বরে নির্বাচন চেয়েছে। কারণ এরপরই পবিত্র রমজান মাস। ওই সময় নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয় না। রমজানের পরপরই শুরু হয় শিক্ষাপরীক্ষা, এরপর আবহাওয়ার প্রতিকূলতা এবং কালবৈশাখী ঝড়। ফলে ডিসেম্বরে নির্বাচন ছাড়া অন্য সময় গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত নয়।’

এপ্রিলে নির্বাচন আয়োজনের পেছনে রহস্য রয়েছে উল্লেখ করে বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘কারা এতে লাভবান হচ্ছে, সেটিই এখন প্রশ্ন। তাহলে কি আবারও নির্বাচনকে কেউ প্রভাবিত করবে? নির্বাচন কি আবার নির্দিষ্ট পক্ষের ইচ্ছেমতো হবে?’

তিনি আরও বলেন, ‘দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে সকলের সম্মিলিত সিদ্ধান্ত ও অংশগ্রহণ জরুরি। অথচ এখন আবার নির্বাচনের তারিখ ঘিরে গোপন ষড়যন্ত্র চলছে বলে মনে হচ্ছে।’

📣 আপনার মতামত জানাতে ভুলবেন না!
নির্বাচনের সময়সূচি পেছানো কি উদ্দেশ্যপ্রণোদিত? কারা হতে পারে এর সুবিধাভোগী?👇