Home চট্টগ্রাম পুঁজিবাজারে রাজনৈতিক প্রভাব ও সরকারি নিয়ন্ত্রণ কমানো জরুরি: খসরু

পুঁজিবাজারে রাজনৈতিক প্রভাব ও সরকারি নিয়ন্ত্রণ কমানো জরুরি: খসরু

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান বিশ্বে তথ্যই ক্ষমতা। যার কাছে যত বেশি তথ্য, তার ক্ষমতাও তত বেশি। কিন্তু বাংলাদেশে তথ্যনির্ভর নীতি প্রণয়ন ও বাস্তবায়নে দুর্বলতা রয়েছে। এ ধরনের কাঠামো দিয়ে কেবল কাগজে-কলমে উন্নয়ন হয়, বাস্তবে নয়। তাই তথ্যভিত্তিক, স্বচ্ছ ও দক্ষ প্রশাসন গড়ে তোলা এখন সময়ের দাবি। তবে তার জন্য সবচেয়ে জরুরি রাজনৈতিক সদিচ্ছা ও পেশাদারিত্ব।

তিনি এসব কথা বলেন মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে। “তথ্যচালিত অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ : ২০৩৫ রূপকল্প” শীর্ষক ওই সেমিনারের আয়োজন করে সেন্টার ফর পলিসি অ্যানালাইসিস অ্যান্ড রিফর্ম।

আয়োজনে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। এতে মূল বক্তা হিসেবে ছিলেন অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী ও অধ্যাপক ড. মোহাম্মদ নূরনবী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মোর্শেদ হাসান খান, তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন ও রেহান এ আসাদ।

আমীর খসরু বলেন, তথ্যকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে দেশের বাস্তবতা আড়াল করা হচ্ছে। বিগত সরকার জনসংখ্যার তথ্য ইচ্ছাকৃতভাবে কমিয়ে পার মাথায় আয় বেশি দেখানোর চেষ্টা করেছে। এটি শুধু বিভ্রান্তি নয়, বরং দেশের ভবিষ্যতের সঙ্গে প্রতারণা। এতে দেশের প্রধান পরিসংখ্যান সংস্থার ওপর আস্থা হারাচ্ছে মানুষ, যা নীতিনির্ধারণের জন্য বড় বাধা।

তিনি বলেন, টেকসই উন্নয়নের জন্য স্বাধীন ও পেশাদার প্রতিষ্ঠান প্রয়োজন। ব্যাংক খাতে স্বল্পমেয়াদি আমানতের বিপরীতে দীর্ঘমেয়াদি ঋণ দেওয়ার যে মেলানো যাচ্ছে না, সেটি অর্থনীতির জন্য বিপজ্জনক সংকেত। পুঁজিবাজারের বিকাশে রাজনৈতিক প্রভাব ও সরকারি নিয়ন্ত্রণ কমানো জরুরি। তিনি দাবি করেন, বিএনপি আমলে বাংলাদেশ ব্যাংক ও শেয়ারবাজারে পেশাদারদের নিয়োগ দেওয়ায় বড় কোনো কেলেঙ্কারির ঘটনা ঘটেনি।

তিনি আরো বলেন, সরকার, স্বাস্থ্য, শিক্ষা এবং বিনিয়োগ খাতে ডিজিটাল সেবা চালু করা গেলে দুর্নীতির পথ অনেকটা বন্ধ করা সম্ভব। জনগণকে সরাসরি অফিসে যেতে না হলে ঘুষ দেওয়ার ক্ষেত্রও কমে যাবে।

অনুষ্ঠানে অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, জুলাই মাসের বিপ্লব আমাদের দুটি মূল শিক্ষা দিয়েছে— একটি হলো বৈষম্যহীন সমাজ গঠন এবং অপরটি অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন। এই আত্মত্যাগের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক উন্নত বাংলাদেশ গড়া সম্ভব।

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, দেশের ভেতরে একটি ষড়যন্ত্র চলছে। দিল্লিতে বসে একটি মহল নতুন রাজনৈতিক শক্তি তৈরির চক্রান্ত করছে। বিএনপি তথ্যনির্ভর আন্দোলনের মাধ্যমে এই ষড়যন্ত্রের মোকাবিলা করবে।

তিনি বলেন, দুর্নীতি দমন, জবাবদিহি ও আইনের শাসন প্রতিষ্ঠা করা আগামী দিনের বড় চ্যালেঞ্জ। বিএনপির ৩১ দফা সংস্কার পরিকল্পনা সেই লক্ষ্যেই তৈরি।

তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, সুষ্ঠু নির্বাচন ছাড়া বৈধ সরকার গঠন সম্ভব নয়। সে লক্ষ্যে সব অংশীজনকে সঙ্গে নিয়ে সংস্কারের মাধ্যমে এগিয়ে যেতে হবে।

ড. ওবায়দুল ইসলাম বলেন, জাতীয় উন্নয়ন, নিরাপত্তা ও পরিকল্পনার মূল ভিত্তি হলো সুশাসন। কিন্তু বর্তমানে প্রশাসনিক জটিলতা, শিক্ষাখাতে বাজেট সংকট এবং কার্যকর সংস্কার না থাকার কারণে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন ব্যাহত হচ্ছে।