Home Uncategorized আয়কর মেলায় ক্রমেই ভিড় বাড়ছে

আয়কর মেলায় ক্রমেই ভিড় বাড়ছে

নগরের জিইসি কনভেনশন সেন্টারে সপ্তাহব্যাপী আয়কর মেলায় ক্রমেই ভিড় বাড়ছে। শনিবার (১৬ নভেম্বর) সাপ্তাহিক ছুটির দিনে ভিড়টা ছিল উপচে পড়া। রিটার্ন জমা দিতে আসা নিয়মিত করদাতার পাশাপাশি ইটিআইএন নিয়ে কৌতূহলী নারী ও তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

মেলার তথ্য ব্যবস্থাপনা উপ-কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত আপিলাত কর কমিশনার মো. মাহমুদুর রহমান বাংলানিউজকে জানান, চট্টগ্রাম নগর ও জেলা, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি জেলা এবং সীথাকুণ্ড ও টেকনাফ উপজেলা মিলে শনিবার ৮ হাজার ৫৬৯টি রিটার্ন জমা পড়েছে। এর বিপরীতে কর আদায় হয়েছে ৭৪ কোটি ৫ লাখ ৮৭ হাজার ৬৪১ টাকা।

তিনি জানান, চট্টগ্রামের ৪টি কর অঞ্চল ও জরিপ রেঞ্জ-৩ মিলে শনিবার ৬ হাজার ৭১২টি রিটার্নের বিপরীতে ৭৩ কোটি ২৬ লাখ ৪৫ হাজার ২৯২ টাকা আয়কর জমা হয়েছে। নতুন ইটিআইএন নিয়েছেন ৩৬১ জন।

এ ছাড়া কক্সবাজারে ৯৩৯টি রিটার্নের বিপরীতে ৩১ লাখ ৪৭ হাজার ৬৭৭ টাকা, রাঙামাটিতে ২২১টি রিটার্নের বিপরীতে ২ লাখ ৯৭ হাজার ১৫ টাকা, বান্দরবানে ৬৫ রিটার্নের বিপরীতে ৩ লাখ ১৪ হাজার ৪৭০ টাকা, খাগড়াছড়িতে ১০৩ রিটার্নের বিপরীতে ১ লাখ ৬০ হাজার ৩৫২ টাকা আয়কর জমা হয়েছে।

সীতাকুণ্ডে ৩১৫টি রিটার্নের বিপরীতে ৩০ লাখ ১ হাজার ১৭৩ টাকা এবং টেকনাফে ২১০টি রিটার্নের বিপরীতে ১০ লাখ ২১ হাজার ৬৬২ আয়কর জমা হয়েছে।

এর আগে মেলার দ্বিতীয় দিন চট্টগ্রাম বিভাগে ৭ হাজার ১১৫টি রিটার্ন জমা পড়ে। এর বিপরীতে আয়কর আদায় হয় ৮৫ কোটি ২৬ লাখ ৫৭ হাজার ৪২৬ টাকা। মেলার প্রথম দিন চট্টগ্রামে ৪ হাজার ৯৩৩টি রিটার্ন জমা পড়ে। এর বিপরীতে আয়কর আদায় হয় ৩৩ কোটি ১৮ লাখ ৭৫ হাজার ৭৫৪ টাকা।