Home Third Lead জানাজায় যোগ দিতে আসছেন পাকিস্তানের স্পিকার আয়াজ সাদিক

জানাজায় যোগ দিতে আসছেন পাকিস্তানের স্পিকার আয়াজ সাদিক

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি হিসেবে ঢাকা আসছেন দেশটির পার্লামেন্টের স্পিকার আয়াজ সাদিক। বুধবার (৩১ ডিসেম্বর) তিনি ঢাকায় পৌঁছাবেন বলে নিশ্চিত করা হয়েছে।

প্রাথমিকভাবে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা আসার কথা থাকলেও, অনিবার্য কারণে তাঁর পরিবর্তে স্পিকার আয়াজ সাদিককে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইসহাক দার নিজেই এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার সকালে এক শোকবার্তায় ইসহাক দার খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান। বাংলাদেশের তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে পাকিস্তানের রাজনৈতিক মহলেও শোকের ছায়া নেমে এসেছে।