Home Second Lead শেখ হাসিনার অপরাধ ৭১-এর পাকিস্তানিদেরও ছাড়িয়ে গেছে: আসিফ নজরুল

শেখ হাসিনার অপরাধ ৭১-এর পাকিস্তানিদেরও ছাড়িয়ে গেছে: আসিফ নজরুল

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ছবি সংগৃহীত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা:শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, সেরকম জঘন্য অপরাধ ১৯৭১ সালেও পাকিস্তানি বাহিনীও করেনি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জুলাই গণহত্যার বিচার’ শীর্ষক এক আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। সেখানে উপস্থিত থেকে আসিফ নজরুল বলেন, “লাশ পুড়িয়ে ফেলা, আহত মানুষকে গুলি করে মেরে ফেলা, নিরস্ত্র আহত মানুষকে হত্যা করা—এসব তো সরাসরি যুদ্ধাপরাধ। এমন দৃশ্য বা বর্ণনা আমি ৭১-এর মুক্তিযুদ্ধকালীন কোনো দলিল বা ভিডিও ফুটেজে পাইনি।”

তিনি আরও বলেন, “২৫ মার্চের কালো রাত ছিল ভয়ঙ্কর। কিন্তু সেটি তো এক বিদেশি দখলদার বাহিনীর হামলা ছিল। আর আজকের দিনে যা ঘটছে, তা স্বাধীন দেশের শাসকদের হাতে। এই দিক থেকে বিষয়টি আরও ভয়াবহ।”

আলোচনায় আইন উপদেষ্টা হিসেবে নিজের দায়বদ্ধতার কথাও বলেন তিনি। চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কর্মকৌশলের প্রশংসা করে আসিফ নজরুল বলেন, “তাজুল রাত ২টা পর্যন্ত পরিশ্রম করে, কোনো প্রমাণ পেলেই আইন মন্ত্রণালয়ে ছুটে যায়। আমরা যারা এই বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, আমাদের একটাই লক্ষ্য—যেন আল্লাহর সামনে জবাবদিহি করতে পারি।”

তিনি বলেন, “আজকের প্রজন্ম প্রশ্ন তুলবে, আমরা কতটা ন্যায়ের পক্ষে দাঁড়াতে পেরেছি। সমালোচনা আসবে, আমরা শুনবো। আবার নতুন করে মনোযোগ দেবো।”