নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ঢাকা-১০ সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে আজ সোমবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও সদ্য পদত্যাগকারী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বেলা ১১টা ৪০ মিনিটে তিনি ধানমন্ডি থানা নির্বাচন অফিস থেকে এই ফরম সংগ্রহ করেন।
ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ এলাকা নিয়ে গঠিত এই গুরুত্বপূর্ণ আসনে লড়াই এবার বেশ জমজমাট হবে বলে ধারণা করা হচ্ছে।
মনোনয়নপত্র সংগ্রহের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আসিফ মাহমুদ তার দেড় বছরের সরকারি অভিজ্ঞতার কথা স্মরণ করেন। তিনি বলেন: “সরকারে থাকাকালীন যে অভিজ্ঞতা আমার হয়েছে, তা আমি জনগণের জন্য কাজে লাগাতে চাই। আমি শিখেছি কীভাবে মানুষের সমস্যার সমাধান করতে হয় এবং প্রশাসনের কোন স্তরে কোন কাজ হয়। আমার নির্বাচনী এলাকার প্রতিটি ওয়ার্ডের সমস্যা সমাধানে এই অভিজ্ঞতা সহায়ক হবে।”
নির্বাচনী পরিবেশ ও নিরাপত্তা নিয়ে আসিফ মাহমুদ গভীর উদ্বেগ প্রকাশ করেন। সম্প্রতি শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, খুনিদের চিহ্নিত করা হলেও সরকার তাদের ধরতে ব্যর্থ হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। এটি নির্বাচনের সকল প্রার্থীর জন্য একটি ঝুঁকির ক্ষেত্র তৈরি করেছে।
তিনি আরও অভিযোগ করেন:
জুলাই গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দকে সুপরিকল্পিতভাবে টার্গেট করা হচ্ছে।
গোয়েন্দা সংস্থা থেকে তাকে বারবার নিরাপত্তা ঝুঁকির কথা বলে চলাফেরায় সীমাবদ্ধতা আরোপ করা হচ্ছে।
প্রার্থীদের যদি স্বাধীনভাবে চলাফেরায় বাধা থাকে, তবে তারা প্রচারণায় পিছিয়ে পড়বেন।
আসিফ মাহমুদ সকল প্রার্থীর জন্য সমান এবং নিশ্চিত নিরাপত্তার দাবি জানান সরকারের কাছে।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। এরপরই আসিফ মাহমুদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি আলোচনায় আসে।
ঢাকা-১০ আসনে আসিফ মাহমুদের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরাও মাঠে রয়েছেন। বিএনপি থেকে এই আসনে মনোনয়ন পেয়েছেন দলের নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে লড়ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসীম উদ্দিন সরকার। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখন পর্যন্ত এই আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি।
এ ধরণের আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে ভিজিট করুন www.businesstoday24.com









