Home আন্তর্জাতিক পদোন্নতির পরেই ভারতকে কঠোর হুঁশিয়ারি আসিম মুনিরের

পদোন্নতির পরেই ভারতকে কঠোর হুঁশিয়ারি আসিম মুনিরের

পাকিস্তানের সেনা সর্বাধিনায়ক আসিম মুনির

 

 ‘সিঁদুর ২.০’ মোকাবিলায় আরও কড়া জবাবের হুঙ্কার

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের নবনিযুক্ত সশস্ত্র বাহিনী প্রধান বা ‘চিফ অফ ডিফেন্স ফোর্সেস’ (Chief of Defence Forces) আসিম মুনির তাঁর দায়িত্ব গ্রহণের পর প্রথম ভাষণেই ভারতকে কড়া বার্তা দিলেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারত যেন কোনো ‘ভুল ধারণায়’ না থাকে; ভবিষ্যতে কোনো সংঘাতের পরিস্থিতি তৈরি হলে রাওয়ালপিন্ডির জবাব হবে আগের চেয়েও দ্রুত এবং অনেক বেশি কঠোর।

সম্প্রতি ভারতের সেনাপ্রধান ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের মুখে ‘অপারেশন সিঁদুর ২.০’-এর প্রস্তুতির কথা শোনা যাওয়ার পরপরই আসিম মুনিরের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সমরবিদেরা।

সংবিধান বদলে মুনিরের একচ্ছত্র ক্ষমতা
সম্প্রতি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার পার্লামেন্টে সংবিধান সংশোধনের মাধ্যমে ‘চিফ অফ ডিফেন্স ফোর্সেস’ নামক একটি বিশেষ পদ তৈরি করেছে। ফিল্ড মার্শাল পদমর্যাদার এই পদে আসিম মুনিরকে উন্নীত করা হয়েছে। পাকিস্তানের ইতিহাসে এই প্রথম স্থল, নৌ ও বিমানবাহিনী—তিন শাখার ওপর একজন একক অভিভাবক বা ‘সর্বাধিনায়ক’ নিয়োগ দেওয়া হলো। এর আগে পাক সংবিধানে তিন বাহিনীর প্রধানের ওপরে কোনো পদের অস্তিত্ব ছিল না। মুনিরের এই ক্ষমতাবৃদ্ধি তাকে দেশটির সামরিক ইতিহাসে অন্যতম প্রভাবশালী ব্যক্তিতে পরিণত করেছে।

ভারতের প্রতি হুঁশিয়ারি
সোমবার তিন বাহিনীর উদ্দেশে দেওয়া প্রথম ভাষণেই মুনির নয়াদিল্লিকে নিশানা করেন। তিনি বলেন, “ওদের (ভারতের) কোনো ভুল ধারণার শিকার হওয়া উচিত হবে না। কারণ, এবার পাকিস্তানের প্রতিক্রিয়া হবে আরও দ্রুত, আরও কড়া।”

বিশ্লেষকদের মতে, অতীতে ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযানের সময় ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের আঘাতে পাকিস্তান যে বড় ধরনের ধাক্কা খেয়েছিল, সেই স্মৃতি এখনো টাটকা। মুনিরের এই বক্তব্য মূলত সেই ভীতি কাটানো এবং ভারতের সম্ভাব্য দ্বিতীয় অভিযানের পাল্টা হুমকি হিসেবেই দেখা হচ্ছে।

ভারতের ‘অপারেশন সিঁদুর ২.০’ প্রস্তুতি
ভারতীয় সেনাবাহিনী ইতিমধ্যে স্পষ্ট ইঙ্গিত দিয়েছে যে তারা পাকিস্তানের যেকোনো দুঃসাহসের জবাব দিতে প্রস্তুত। সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী কয়েক সপ্তাহ আগেই বলেছিলেন, ‘‘অপারেশন সিঁদুর-১ থেকে প্রাপ্ত শিক্ষা আমাদের শক্তিশালী করেছে। সেই অভিজ্ঞতা ও শিক্ষা ‘অপারেশন সিঁদুর ২.০’-এ ব্যবহার করবে সেনা।’’

এছাড়া ভারতের পশ্চিমাঞ্চলীয় সেনার লেফ্‌টেন্যান্ট জেনারেল মনোজকুমার কাটিয়ার এবং বিএসএফ-ও জানিয়েছে, সরকারের নির্দেশ পেলে তারা ‘সিঁদুর ২’ অভিযানের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এবং এবারের প্রত্যাঘাত হবে প্রথমবারের চেয়েও অনেক বেশি বিধ্বংসী।

আফগানিস্তানকেও সতর্কবার্তা
ভারতের পাশাপাশি আফগানিস্তানকেও কড়া বার্তা দিয়েছেন পাক সেনার এই সর্বাধিনায়ক। কাবুলকে উদ্দেশ করে তিনি বলেন, তাদের বিদ্রোহী (দুষ্কৃতী) গোষ্ঠী এবং পাকিস্তানের মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে হবে। নিজেকে ‘শান্তিপ্রিয়’ দাবি করে মুনির জানান, পাকিস্তানের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব বিঘ্নিত করার চেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।