Home Second Lead ইউক্রেনে রুশ হামলায় নিহত হাদিসুরের মরদেহ পৌঁছেছে

ইউক্রেনে রুশ হামলায় নিহত হাদিসুরের মরদেহ পৌঁছেছে

হাদিসুর রহমান

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: ইউক্রেনে রাশিয়ার মিসাইল  হামলায় নিহত ‌‘এমভি বাংলার সমৃদ্ধি’র থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ সোমবার দুপুরে দেশে পৌঁছেছে।

রোমানিয়ার বুখারেস্ট থেকে ইস্তাম্বুল হয়ে দুপুরে ঢাকায় অবতরণ করে হাদিসুরের মরদেহ বহনকারী টার্কিশ এয়ারলাইনসের উড়োজাহাজটি।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক তৌহিদ উল আহসান গণমাধ্যমকে জানান, দুপুর ১২টা ৬ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের টিকে-০৭২২ ফ্লাইটটি শাহজালালে এসে পৌঁছায়।

গত ২ মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন হাদিসুর। ওই জাহাজের অপর ২৮ জন ক্রু গত ৯ মার্চ দুপুরে ঢাকায় পৌঁছান।