আগেই ঠিক ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ইডেন টেস্টের ঘণ্টা বাজাবেন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে মতোই ঘণ্টা বাজিয়ে বাংলাদেশ-ভারত মধ্যকার গোলাপি বলের টেস্টটি উদ্বোধন করলেন তিনি। ঘণ্টার শব্দের সাথে সাথে প্রথমবারের মতো ভারতের মাঠে গড়ালো দিবা-রাত্রির টেস্টের বল।এর আগে মাঠে নেমে উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ প্রধানমন্ত্রী। এ সময়ও তার সঙ্গে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারও।শুভেচ্ছা বিনিময়ের সময় বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে বেশ কিছু সময় কথা বলতেও দেখা গেছে শেখ হাসিনাকে।টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের সঙ্গে দলটির অধিনায়ক বিরাট কোহলি প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও।মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বাংলাদেশ প্রধানমন্ত্রী মাঠে প্রবেশের সময় গ্যালারিতে থাকা সমর্থকরা দাঁড়িয়ে অভিবাদন জানাতে দেখা গেছে। শেখ হাসিনাও হাত নাড়িয়ে দর্শকদের অভিবাদনের জবাব দেন।
ঐতিহাসিক টেস্টটিতে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।
বিজনেসটুডে২৪ ডেস্ক