Home Third Lead ইতালিতে আশার আলো, মৃত্যুর গ্রাফ নিম্নমুখী

ইতালিতে আশার আলো, মৃত্যুর গ্রাফ নিম্নমুখী

 

বিজনেসটুডে২৪ ডেস্ক

করোনাভাইরাসের সংক্রমণে আমেরিকার অবস্থা যখন ক্রমেই আরও খারাপ হচ্ছে, হু হু করে বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা, তখন খানিকটা হলেও আশার খবর এল ইতালি থেকে। গত দু’সপ্তাহে সব থেকে কম মৃত্যুর সংখ্যা গুনল ইতালি। জানা গেছে,  ২৪ ঘণ্টায় ইতালিতে মৃত্যু হয়েছে ৫২৫ জনের।

এর আগে গত ১৯ মার্চ ৪২৭ জনের মৃত্যু দেখেছিল ইতালি। তার পর থেকে মৃতের সংখ্যা ক্রমশ বেড়েছে সে দেশে। হাজারও পেরিয়েছে এক সময়। তার পর এই প্রথম এত কম মৃত্যুর খবর এল ইতালি থেকে। সূত্রের খবর, শুধু মৃতের সংখ্যা কমাই নয়। নতুন করে আক্রান্তের সংখ্যাও কমছে ছবির দেশে।

২৪ ঘণ্টায় সে দেশে আক্রান্ত হয়েছেন ৪,৩১৬ জন। যদিও করোনায় এখনও পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে এই ইতালিতেই। ১৫ হাজার ৮৮৭ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা প্রায় এক লাখ ২৯ হাজার।

পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে স্পেন ও ফ্রান্সেও। যদিও স্পেনে এখনও পর্যন্ত ১২ হাজার ৪১৮ জন করোনায় মারা গেছেন এবং আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে। ফ্রান্সেও এ পর্যন্ত প্রায় ৮ হাজার মানুষ মারা গেছে এবং আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে। কিন্তু গত তিন দিন ধরে মৃতের সংখ্যা কমছে এ দু’টি দেশেই। কোভিড-১৯ সংক্রমণের গতি কমে যাওয়ার এই ঘটনাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।