Home জাতীয় অভিবাসন ও উন্নয়ন ইস্যুতে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী

অভিবাসন ও উন্নয়ন ইস্যুতে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া

বিজেনসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: আগামী আগস্ট মাসে রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসতে পারেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন মাত্রায় পৌঁছে দিতে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ঢাকায় নিযুক্ত এক কূটনৈতিক কর্মকর্তা সোমবার গণমাধ্যমকে জানান, সফর চূড়ান্ত করতে দুই দেশ উচ্চপর্যায়ে যোগাযোগ অব্যাহত রেখেছে। এতে অভিবাসন, শ্রমবাজার সম্প্রসারণ, অর্থনৈতিক অংশীদারিত্ব ও রাজনৈতিক সংলাপকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

এর আগে চলতি মাসের শুরুতে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি ঢাকায় সফর করেন। তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে মিলিত হন এবং দ্বিপক্ষীয় অংশীদারিত্ব ‘নবায়ন’ ও ‘পুনরায় চালু’র বিষয়ে ইতালির আগ্রহের কথা জানান। তিনি জানান, সেপ্টেম্বরের আগে প্রধানমন্ত্রী মেলোনি ঢাকা সফরে আগ্রহী এবং সেটি বৃহত্তর সহযোগিতার অংশ হিসেবে দেখা হচ্ছে।

পিয়ান্তেদোসি বাংলাদেশের দক্ষ কর্মীদের প্রতি ইতালির ক্রমবর্ধমান আগ্রহের কথা তুলে ধরেন। তিনি বলেন, নিরাপদ ও নিয়ন্ত্রিত অভিবাসনের কাঠামোর মধ্যে থেকেও এই সহযোগিতা হতে পারে। জবাবে অধ্যাপক ইউনূস অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে বাংলাদেশের সক্রিয় সহযোগিতার আশ্বাস দেন।

এর আগেও, গত বছরের সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন। সেসময় তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও সংস্কার কার্যক্রমের প্রতি ইতালির দৃঢ় সমর্থন ব্যক্ত করেন।

উল্লেখ্য, জর্জিয়া মেলোনি ২০২২ সালের অক্টোবর মাসে ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন। তিনি দক্ষিণপন্থী ব্রাদার্স অব ইতালি দলের নেত্রী এবং ইউরোপীয় ইউনিয়ন, অভিবাসন ও জাতীয় নিরাপত্তা ইস্যুতে তার দৃঢ় অবস্থানের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত।

ঢাকায় তার সম্ভাব্য সফর দক্ষিণ এশিয়ায় ইতালির কৌশলগত অংশীদারিত্ব বিস্তারের দিকেও ইঙ্গিত করছে।