Home আকাশ পথ মাঝ আকাশে বিপত্তি, ফিরে এলো ইন্ডিগোর ফ্লাইট

মাঝ আকাশে বিপত্তি, ফিরে এলো ইন্ডিগোর ফ্লাইট

এভিয়েশন ডেস্ক: দুই দিনে দুইটি যান্ত্রিক ত্রুটির ঘটনায় মাঝ আকাশ থেকে ফিরে আসতে বাধ্য হয়েছে ইন্ডিগো এয়ারলাইন্সের দুটি যাত্রীবাহী উড়োজাহাজ। ঘটনা দুটি ঘটে দিল্লি থেকে ছেড়ে যাওয়া ইম্ফল ও গোয়াগামী ফ্লাইটে। যদিও উভয় ক্ষেত্রেই যাত্রীরা নিরাপদে অবতরণ করেছেন, তবে টানা এমন ঘটনার পুনরাবৃত্তিতে যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ইম্ফলের পথে যাত্রা শুরু করেছিল ইন্ডিগোর ফ্লাইট ৬ই ৫১১৮। কিন্তু আকাশে ওঠার কিছুক্ষণের মধ্যেই একটি যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। পাইলটদ্বয় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তৎক্ষণাৎ ফ্লাইটটি ফিরিয়ে আনেন এবং বিমানটি নিরাপদে দিল্লিতে অবতরণ করে।

ইন্ডিগোর পক্ষ থেকে এক মুখপাত্র জানান, “বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার পর আমরা নির্ধারিত প্রোটোকল অনুযায়ী কাজ করেছি। উড়োজাহাজটি প্রয়োজনীয় পরিদর্শনের আওতায় আনা হয় এবং তারপর পুনরায় যাত্রা শুরু করে। যাত্রীদের যেকোনো অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। যাত্রী, ক্রু এবং বিমানের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”

এর ঠিক একদিন আগেই, বুধবার মাঝ আকাশে ত্রুটির মুখে পড়ে দিল্লি থেকে গোয়াগামী ইন্ডিগোর আরেকটি ফ্লাইট ৬ই ৬২৭১। মানোহর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও, যান্ত্রিক সমস্যার কারণে সেটি ঘুরিয়ে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।

এই দ্বিতীয় ঘটনার পরেও ইন্ডিগোর মুখপাত্র বলেন, “বিমানটি নিরাপদে মুম্বাইতে অবতরণ করেছে এবং বর্তমানে পরিদর্শন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলছে। যাত্রা সম্পন্ন করার জন্য বিকল্প উড়োজাহাজের ব্যবস্থা করা হয়েছে, যাতে যাত্রীদের দেরি কম হয়।”

উভয় ফ্লাইটেই কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে মাঝ আকাশে ফ্লাইট ঘুরিয়ে আনা ও পুনরায় যাত্রা বিলম্বিত হওয়ায় যাত্রীদের একাংশ বিড়ম্বনায় পড়েন। ইন্ডিগোর পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা ও পুনঃবিন্যাসের উদ্যোগ নেওয়া হয়।

পর্যবেক্ষক মহলের মতে, যাত্রী সুরক্ষাকে প্রাধান্য দিয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া প্রশংসনীয় হলেও পরপর দুটি যান্ত্রিক ত্রুটির ঘটনা এয়ারলাইন্সটির রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছে। বিশেষজ্ঞরা বলছেন, যান্ত্রিক ত্রুটি ‘মাইনর’ হলেও এর পুনরাবৃত্তি অবহেলার ইঙ্গিত হতে পারে। যাত্রীদের আস্থা ধরে রাখতে হলে ইন্ডিগোকে আরও স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

এদিকে, ইন্ডিগো এখনো ত্রুটির প্রকৃত কারণ প্রকাশ করেনি।