Home আন্তর্জাতিক নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ইমরান খান

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ইমরান খান

ইমরান খান। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক: চলতি বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সুপারিশ করা যাঁদের নাম নরওয়ে নোবেল কমিটিতে মনোনয়ন পেয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা প্রধান বর্তমানে দুর্নীতি ও ‘গোপন রাষ্ট্রীয় তথ্য’ ফাঁসের মামলায় জেলবন্দি। পাকিস্তানে মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে অবদানের স্বীকৃতি হিসেবেই তাঁর এই মনোনয়ন।

মানবাধিকার এবং গণতন্ত্রে তাঁর অবদানের জন্যই এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে তাঁকে। এ দিন ইমরানের মনোনয়নের কথা ঘোষণা করেছে গত ডিসেম্বর মাসে প্রতিষ্ঠিত পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্স সংগঠন।

এক্স হ্যান্ডল পোস্টে রবিবার একটি পোস্ট করে নরওয়ের রাজনৈতিক দল পারটেইট স্যানট্রামের সঙ্গে যুক্ত PWA সংগঠনের পক্ষ থেকে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর মনোনয়নের কথা ঘোষণা করা হয়েছে।

এই প্রসঙ্গে ওই সংগঠনের তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘পাকিস্তানে মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রয়েছে ইমরান খানের। সেই অবদানকে স্বীকৃতি দিতেই নোবেল শান্তি পুরস্কারের জন্য তাঁর নাম প্রস্তাব করা হল।’ প্রসঙ্গত, প্রতি বছরই এমন শতাধিক নাম জমা পড়ে নরওয়ের নোবেল কমিটির কাছে,এবছরও তাই হল। এর ৮ মাস বাদে তুল্যমুল্য বিচারের পর বেছে নেওয়া হবে এবছরের নোবেল শান্তি পুরষ্কার প্রাপককে।

২০১৯ সালেরও দক্ষিণ এশিয়ায় শান্তি স্থাপনের প্রচেষ্টার কারণে ইমরান খানের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল।

২০২৩ সালের ৫ আগস্ট তোষাখানা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন ইমরান। প্রথমে তাঁকে রাখা হয়েছিল পাঞ্জাব প্রদেশের অটোক জেলে। সেখান থেকে তাঁকে স্থানান্তর করা হয় রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে। একাধিকবার কারাগারে তাঁর প্রাণনাশের আশঙ্কা করেছেন ইমরানের পরিবার ও সমর্থকরা।