Home আন্তর্জাতিক বিক্ষোভে উত্তাল ইরান: সংঘর্ষে নিহত অন্তত ৭

বিক্ষোভে উত্তাল ইরান: সংঘর্ষে নিহত অন্তত ৭

বিক্ষোভে উত্তাল ইরান। ছবি সংগৃহীত
 অর্থনৈতিক সংকটে রাজপথে হাজারো মানুষ
আন্তর্জাতিক ডেস্ক:
ইরানে গত এক সপ্তাহ ধরে চলমান অর্থনৈতিক বিক্ষোভ এখন দেশব্যাপী সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। জাতীয় মুদ্রা রিয়ালের নজিরবিহীন দরপতন এবং আকাশচুম্বী মুদ্রাস্ফীতির প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন বর্তমানে রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয়েছে।
সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে লোর্দেগান, আজনা এবং কুহদাশতসহ বিভিন্ন শহরে অন্তত ৭ জন নিহত হয়েছেন।
বিক্ষোভের সূত্রপাত ও বর্তমান অবস্থা
২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীদের ধর্মঘটের মাধ্যমে এই আন্দোলনের সূত্রপাত হয়। ডলারের বিপরীতে ইরানি রিয়ালের মান ১.৪ মিলিয়নে (১৪ লক্ষ) নেমে যাওয়ায় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা খাদের কিনারে পৌঁছেছে। যা গত ছয় মাসে প্রায় ৫৬% অবমূল্যায়ন।
বর্তমানে এই বিক্ষোভ তেহরান ছাড়িয়ে কেরমানশাহ, ইসফাহান এবং হামেদানসহ দেশটির অন্তত ৫০টি শহরে ছড়িয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা সরকারি ভবনে অগ্নিসংযোগ করছেন এবং “একনায়কতন্ত্র নিপাত যাক” বলে স্লোগান দিচ্ছেন।
অর্থনৈতিক বিপর্যয়ের নেপথ্যে
বিশ্লেষকদের মতে, তিনটি প্রধান কারণে ইরানের অর্থনীতি এখন বিধ্বস্ত: ১. আন্তর্জাতিক নিষেধাজ্ঞা: ২০২৫ সালের শেষ দিকে জাতিসংঘের ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়ায় আগের সব কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল হওয়া। ২. ইসরায়েল-ইরান যুদ্ধ: ২০২৫ সালের জুন মাসে ইসরায়েলের সাথে ১২ দিনের আকাশ যুদ্ধের ফলে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি। ৩. অভ্যন্তরীণ অব্যবস্থাপনা: সরকারের দুর্নীতি ও জ্বালানি সংকট সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে।
সরকারের প্রতিক্রিয়া
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিক্ষোভকারীদের দাবিকে “যৌক্তিক” বলে অভিহিত করে আলোচনার প্রস্তাব দিয়েছেন। তবে একই সঙ্গে ইরানের বিপ্লবী গার্ডস (IRGC) সতর্ক করে দিয়েছে যে, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার গত বুধবার দেশজুড়ে সাধারণ ছুটি ঘোষণা করেছিল এবং বর্তমানে তেহরানসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে ইন্টারনেট পরিষেবা সীমিত করা হয়েছে।
মানবাধিকার নিয়ে উদ্বেগ
২০২৫ সালে ইরানে রেকর্ড ১৫০০ জনেরও বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘হেনগাও’ এবং ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’ জানিয়েছে, বর্তমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনী সরাসরি গুলি বর্ষণ করছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে।