Home বিনোদন দ্বিতীয় সন্তানের মা ইলিয়ানা, আবারো অভিনয়ের খিদে মেটাতে প্রস্তুত

দ্বিতীয় সন্তানের মা ইলিয়ানা, আবারো অভিনয়ের খিদে মেটাতে প্রস্তুত

ইলিয়ানা ডিক্রুজ
বিনোদন ডেস্ক: বলিউড ও দক্ষিণ ভারতের আলোচিত অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ আবারো পর্দায় ফিরছেন। অনেকের ধারণার বিপরীতে, মা হওয়ার পরও অভিনেত্রী তার অভিনয় ক্যারিয়ারকে পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন।

ইলিয়ানা প্রথম সন্তান কোয়ার জন্ম দেওয়ার পর পোস্টপার্টাম ডিপ্রেশনের মধ্যে দিয়ে গিয়েছিলেন। এই সময় তিনি নিজের সন্তানের যত্নও যথাযথভাবে নিতে পারছিলেন না এবং এক ধরনের অপরাধবোধ অনুভব করতেন। তিনি নিজেই বিভিন্ন সাক্ষাৎকারে এই বিষয়টি খোলাখুলি উল্লেখ করেছেন। তাই চলতি বছর দ্বিতীয় সন্তান জন্মের খবর প্রকাশিত হওয়ার পর অনেকে শোনা গেল, হয়তো আর বড় পর্দায় তাকে দেখা যাবে না। কিন্তু সেই ধারণা ভুল প্রমাণিত হলো, কারণ অভিনেত্রী নিজেই অভিনয়ে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন।

দ্য ডেইলি জাগরণসহ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ১৯ জুন ২০২৫ ইলিয়ানা দ্বিতীয় পুত্র কিয়ানু রাফে ডোলানকে জন্ম দিয়েছেন। সন্তানের বয়স মাত্র দুই মাস পূর্ণ হওয়ার আগেই তিনি অভিনয়ে ফেরার পরিকল্পনা সকলের সঙ্গে ভাগ করেছেন।

সম্প্রতি ‘ফ্রিডম টু ফিড’ লাইভ সেশনে নেহা ধুপিয়ার সঙ্গে আলাপচারিতায় ইলিয়ানা ডিক্রুজ মাতৃত্বকালীন অভিজ্ঞতা ও পর্দায় থাকার আকাঙ্ক্ষা নিয়ে খোলাখুলি আলোচনা করেছেন। তিনি বলেন,
“আমি জানি না মানুষ আমাকে কতটা মিস করে। শুধু জানি, আমি আমার কাজকে সত্যিই ভালোবাসি। তাই পর্দায় থাকা, বিভিন্ন চরিত্রে অভিনয় করা এবং অসাধারণ মানুষদের সঙ্গে কাজ করা মিস করি। আমি ভাগ্যবান যে, অভিনয় ক্যারিয়ারে গুণী শিল্পী ও নির্মাতাদের সঙ্গে দারুণ কিছু কাজ করার সুযোগ পেয়েছি; যা কখনও ভুলে যাওয়া সম্ভব নয়। তাই আবার নতুন কোনো চরিত্রে ক্যামেরার সামনে দাঁড়ানোর ইচ্ছা এখনও মনের মধ্যে লালন করি। তবে কোনো কিছু নিয়ে তাড়াহুড়ো করতে চাই না।”

তিনি আরও যোগ করেন,
“অভিনয়ে ফিরে আসতে চাই ঠিকই, তবে আমার ছেলেদের সঙ্গে থাকা এবং তাদের যত্ন নেওয়াকেও অগ্রাধিকার দিতে চাই। এখন আর এলোমেলোভাবে কাজ করার ইচ্ছা নেই। তাই ফিরে আসার আগে কেবল মানসিকভাবে নয়, শারীরিকভাবেও নিজেকে প্রস্তুত করার জন্য সময় নেব।”

এই ঘোষণার মাধ্যমে ইলিয়ানা ডিক্রুজ প্রমাণ করেছেন, মা হওয়ার পরও একজন শিল্পী তার পেশাগত স্বপ্ন এবং পরিবার—দুটি ক্ষেত্রেই সঠিক ভারসাম্য রাখতে পারেন। ভক্তদের জন্য এটি নিশ্চিতভাবে আনন্দের খবর, যাদের দীর্ঘদিন ধরে তাকে পর্দায় দেখতে আগ্রহ ছিল।