‘জনতার পার্টি বাংলাদেশ’ আত্মপ্রকাশ করতে যাচ্ছে শুক্রবার
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের পুরোধা এবং খ্যাতিমান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আনুষ্ঠানিকভাবে সরাসরি রাজনীতিতে প্রবেশ করতে যাচ্ছেন। দীর্ঘদিনের সামাজিক আন্দোলনের পথ পেরিয়ে এবার তিনি গঠন করছেন একটি নতুন রাজনৈতিক দল। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর শাহবাগস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিতব্য এক অনুষ্ঠানে নতুন দলটির নাম ঘোষণা করা হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, নতুন দলটির নাম হবে ‘জনতার পার্টি বাংলাদেশ’। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে যাওয়া এই দলের গুরুত্বপূর্ণ পদে থাকবেন সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য গোলাম সারোয়ার মিলন এবং বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ।
দলের কাঠামোতে রাজনীতিবিদদের পাশাপাশি যুক্ত থাকবেন বিভিন্ন পেশাজীবীরা, যার মধ্যে রয়েছেন সাংবাদিক, আইনজীবী, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা। ইসলামী আন্দোলনের সঙ্গে কৌশলগত ঐক্যমতের ভিত্তিতে জাতীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার চিন্তাভাবনাও রয়েছে দলের কৌশলপত্রে।
অতীত কর্মকাণ্ড ও সমাজসেবায় অবদান
ইলিয়াস কাঞ্চন ১৯৯৩ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারানোর পর থেকেই দেশের সড়ক নিরাপত্তা নিয়ে জনসচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলনের সূচনা করেন। তার উদ্যোগেই দেশে সড়ক নিরাপত্তা একটি আলোচিত ও জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়।
তিনি সড়ক দুর্ঘটনার পেছনের কারণ, চালকদের অনিয়ম, ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতা, এবং আইনের প্রয়োগের ঘাটতির বিষয়ে দীর্ঘদিন ধরে সোচ্চার ছিলেন। নিসচা’র মাধ্যমে তিনি স্কুল-কলেজে সচেতনতা কর্মসূচি, মানববন্ধন, সেমিনার এবং রোড শো আয়োজন করেন। সরকারের উচ্চপর্যায়ে বারবার দাবি জানিয়ে যান নিরাপদ সড়ক নিশ্চিত করতে কার্যকর আইন ও কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়ার জন্য।
তার এই নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ ইলিয়াস কাঞ্চন পেয়েছেন একুশে পদক, যা দেশের অন্যতম রাষ্ট্রীয় সম্মাননা।
রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা
বহুবার তাকে রাজনীতিতে আসার আহ্বান জানানো হলেও এবারই প্রথম তিনি সরাসরি একটি রাজনৈতিক দলের নেতৃত্ব নিতে যাচ্ছেন। ‘জনতার পার্টি বাংলাদেশ’ নামক এই দলটি সমাজের বিভিন্ন স্তরের মানুষকে একত্রিত করে একটি বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।
ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন দলটির আত্মপ্রকাশ দেশের রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে কৌতূহলের জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সড়ক নিরাপত্তা, ন্যায়বিচার ও জনঅধিকারকে মূলধারা হিসেবে ধারণ করে দলটি ভিন্নমাত্রিক একটি প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে।