Home সারাদেশ দেশের চাহিদা পূরণ করে ইলিশ রপ্তানি : ফরিদা আখতার

দেশের চাহিদা পূরণ করে ইলিশ রপ্তানি : ফরিদা আখতার

সোহেল সাইফ, ঠাকুরগাঁও : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশের অন্যতম সম্পদ ইলিশ মাছ আগে দেশের চাহিদা মেটাতে ব্যবহার করা হবে, এরপর রপ্তানি করা হবে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার বুড়ির বাঁধ মৎস্য চত্বরে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফরিদা আখতার জানান, গত বছর ভারতে ৫০০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হয়েছিল। এ বছর দুর্গাপূজা উপলক্ষে ভারত ১,২০০ মেট্রিক টন ইলিশ চেয়েছে। তবে দেশের ভোক্তাদের প্রয়োজন মিটিয়েই রপ্তানি করা হবে।

অবৈধ জাল উৎপাদন ও ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “এরা দেশের শত্রু। অবৈধ জাল ব্যবহারকারীরাও সমান অপরাধী। এদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে। মৎস্যখাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ খাতকে টিকিয়ে রাখতে হলে অবৈধ কার্যক্রম বন্ধ করতে হবে এবং জলাশয় রক্ষণাবেক্ষণ বাড়াতে হবে। একইসঙ্গে জেলেদের প্রণোদনা বৃদ্ধি নিয়ে কাজ করা হবে বলে জানান তিনি।

ফরিদা আখতার উত্তরাঞ্চলের জেলা ঠাকুরগাঁওয়ে ইলিশ সরবরাহেরও আশ্বাস দেন। তিনি স্থানীয় প্রশাসন, মৎস্যজীবী ও গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে নদী-নালা ও জলাশয়ে অবৈধ জাল ব্যবহার নির্মূলের আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক আবদুর রউফ, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।