বিজনেসটুডে২৪ প্রতিনিধি, পটিয়া ( চট্টগ্রাম): চট্টগ্রামের পটিয়ায় ইসলামী ব্যাংকের পটিয়া শাখার সব ধরনের কার্যক্রম ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বন্ধ ঘোষণা করেছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শাখার কর্মকর্তারা নিয়মিত কার্যদিবসে উপস্থিত হয়ে এ সিদ্ধান্তের খবর পান।
কার্যক্রম বন্ধ হওয়ায় গ্রাহকরা লেনদেনে সমস্যায় পড়েন। উপস্থিত কর্মকর্তারা ক্ষুব্ধ হয়ে কিছু গ্রাহক ও স্থানীয় সাধারণ জনতাকে সঙ্গে নিয়ে ব্যাংকের ভিতরে প্রতিবাদ শুরু করেন, যা বিশৃঙ্খলা সৃষ্টি করে।
পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং ব্যাংকের বাইরে আরও গ্রাহক ও স্থানীয়রা জমায়েত হন। খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ও ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তবে কর্মকর্তাদের একাংশ প্রশাসনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।
প্রায় তিন ঘণ্টা ধরে শান্তির চেষ্টা ব্যর্থ হওয়ায় পুলিশ শেষ পর্যন্ত লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় অন্তত দুইজনকে আটক করা হয়েছে বলে প্রাথমিক জানা গেছে।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।