Home আকাশ পথ চীনের নিজস্ব প্রযুক্তির সি৯১৯ এবার নিয়মিত রুটে

চীনের নিজস্ব প্রযুক্তির সি৯১৯ এবার নিয়মিত রুটে

উড়োজাহাজ সি৯১৯

এভিয়েশন ডেস্ক:

বেইজিং:  চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যাত্রীবাহী উড়োজাহাজ সি৯১৯ এবার নতুন একটি নির্ধারিত রুটে যাত্রা শুরু করল। রোববার (২৫ মে) থেকে সি৯১৯ মডেলের উড়োজাহাজ নিয়মিতভাবে চীনের পূর্বাঞ্চলীয় শহর সাংহাই থেকে দক্ষিণ-পূর্বাঞ্চলের ফুজিয়ানের উপকূলীয় নগর শিয়ামেনের মধ্যে চলাচল শুরু করেছে। এই রুটটি চালু করেছে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স, যারা বর্তমানে দেশজুড়ে সবচেয়ে বড় সি৯১৯ বহরের মালিক।

চায়না ইস্টার্ন জানিয়েছে, বর্তমানে তাদের সি৯১৯ উড়োজাহাজ ১৪টি অভ্যন্তরীণ রুটে ১২টি বড় শহরের সঙ্গে সংযোগ রক্ষা করছে। এর মধ্যে বেইজিং, সাংহাই, শেনচেন, গুয়াংজু ও চেংদুর মতো গুরুত্বপূর্ণ শহর অন্তর্ভুক্ত।

সি৯১৯ চীনের রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান কমার্শিয়াল এয়ারক্রাফট কর্পোরেশন অব চায়না (COMAC)-এর তৈরি একটি সরু দেহবিশিষ্ট মাঝারি দূরত্বের যাত্রীবাহী বিমান, যেটি সরাসরি মার্কিন বোয়িং ৭৩৭ এবং ইউরোপীয় এয়ারবাস A৩২০-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে তৈরি করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, সাংহাই-শিয়ামেন রুটে এই উড়োজাহাজ চালুর মাধ্যমে COMAC ও চীনা বেসামরিক বিমান চলাচল শিল্পের একটি নতুন মাইলফলক স্থাপিত হলো। এই রুটটি পর্যটন, ব্যবসা ও বাণিজ্যিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এই খাতে চীনের প্রযুক্তিগত সক্ষমতা আরও বিস্তৃত হলো।

চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের এক বিবৃতিতে জানানো হয়, “সি৯১৯ শুধু প্রযুক্তিগতভাবে নয়, পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহার এবং যাত্রীসেবার মানেও আন্তর্জাতিক মানের। এর ব্যবহার আমাদের অভ্যন্তরীণ আকাশপথে নতুন দিগন্ত খুলে দিচ্ছে।”

২০২৩ সালের মে মাসে বাণিজ্যিক ফ্লাইট চালুর পর থেকে সি৯১৯ ইতিমধ্যে শতাধিক সফল ফ্লাইট সম্পন্ন করেছে এবং যাত্রীদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পেয়েছে।

বিশ্লেষকরা বলছেন, চীন ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারেও সি৯১৯ রপ্তানির পরিকল্পনা করছে। তবে তার আগে দেশের অভ্যন্তরীণ রুটে সফলভাবে এই বিমান পরিচালনার মাধ্যমে সুনাম অর্জনের চেষ্টা করছে তারা।

চীনা কর্তৃপক্ষের মতে, বেসামরিক বিমান পরিবহন শিল্পে স্বনির্ভরতা অর্জন দেশের কৌশলগত লক্ষ্যগুলোর অন্যতম। COMAC-এর সি৯১৯ সেই লক্ষ্যে এগিয়ে চলার প্রতীক।