Home সারাদেশ হাদিকে হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত মাসুদের বাবা গ্রেপ্তার

হাদিকে হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত মাসুদের বাবা গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

উদ্ধার ৩ অস্ত্র

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য নিশ্চিত করেছে। এ সময় হত্যাচেষ্টায় ব্যবহৃত তিনটি অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনার মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুনকে তার শ্বশুরবাড়ি নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি পুকুর থেকে হত্যাচেষ্টায় ব্যবহৃত ৩টি অস্ত্র উদ্ধার করা হয়। এই অস্ত্রগুলোই ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালাতে ব্যবহৃত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডের বিজয়নগর এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। শরিফ ওসমান হাদি একটি রিকশায় করে যাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে আসা দুজন দুষ্কৃতিকারীর মধ্যে একজন তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিতে হাদি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন এবং তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার পরপরই গুলি চালানোর সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে শনাক্ত করে। তারা হলেন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান (যিনি প্রধান সন্দেহভাজন শুটার) এবং আলমগীর হোসেন (যিনি মোটরসাইকেল চালক)। এই ঘটনায় ফয়সাল করিমের স্ত্রী, প্রেমিকা এবং শ্যালককে ইতোমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ধরণের আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে ভিজিট করুন www.businesstoday24.com