Home জাতীয় “এটা পুরোপুরি অনিচ্ছাকৃত। শুধু একটি ম্যাগাজিন দিয়ে আমি কী করতাম ভাই?”

“এটা পুরোপুরি অনিচ্ছাকৃত। শুধু একটি ম্যাগাজিন দিয়ে আমি কী করতাম ভাই?”

উপদেষ্টা আসিফ মাহমুদ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ফেসবুক পোস্টে ব্যাখ্যা দিয়েছেন, কীভাবে একটি লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রের ম্যাগাজিন ভুলবশত তার ভ্রমণব্যাগে থেকে গিয়েছিল। তিনি বলেন, “এটা পুরোপুরি অনিচ্ছাকৃত। শুধু একটি ম্যাগাজিন দিয়ে আমি কী করতাম ভাই?”

রবিবার দিবাগত রাতের ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ জানান, মরক্কোর মারাকেশে ওআইসি ইয়ুথ ক্যাপিটাল প্রগ্রামে যোগ দিতে সোমবার সকাল ৬টা ৫০ মিনিটের ফ্লাইট ধরার প্রস্তুতিকালে এই অনিচ্ছাকৃত ঘটনা ঘটে। ভোররাতে তড়িঘড়ি করে ব্যাগ গোছানোর সময় অস্ত্র ও একটি ম্যাগাজিন রেখে গেলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগে থেকেই যায়। স্ক্যানিংয়ের সময় সেটি ধরা পড়ে এবং সঙ্গে থাকা প্রটোকল অফিসারের কাছে হস্তান্তর করা হয় বলে দাবি করেন তিনি।

তিনি লিখেছেন, “ঘটনাটি নিয়ে যারা সন্দেহ প্রকাশ করছেন, তাদের জানাতে চাই—এখানে অবৈধ কিছু ছিল না। বরং আমার নিরাপত্তার স্বার্থেই অস্ত্র রয়েছে, যা সরকারের নিয়ম মেনে লাইসেন্সপ্রাপ্ত।”

আসিফ মাহমুদ আরও বলেন, “গণ-অভ্যুত্থানের নেতৃত্বের সময় কয়েকবার হত্যাচেষ্টা হয়েছে আমার ওপরে। নিরাপত্তার দায়িত্বে যদি রাষ্ট্র থাকে না, তখন নিজের এবং পরিবারের সুরক্ষায় বৈধ অস্ত্র রাখা স্বাভাবিক।”

সংবাদমাধ্যমে ‘চাপ দিয়ে নিউজ সরানো’ সংক্রান্ত অভিযোগও উড়িয়ে দিয়ে তিনি বলেন, “ঘটনার পর আমি টিমসহ টানা ১০ ঘণ্টার ফ্লাইটে ছিলাম। ট্রানজিটে নেমে দীর্ঘক্ষণ পর অনলাইনে এসে দেখলাম, অনেক কিছু ঘটে গেছে। অথচ আমি এ নিয়ে কাউকে কিছু বলাইনি।”

আসিফ মাহমুদ ফেসবুক পোস্টের শেষাংশে বলেন, “আপনিও যদি নাগরিক হিসেবে নিরাপত্তা ঝুঁকিতে থাকেন, আইনগতভাবে লাইসেন্স করে অস্ত্র রাখতে পারেন।”

ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া চললেও সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।