Home Third Lead ডাকসুতে স্বতন্ত্র প্যানেল গঠনের ঘোষণা দিলেন উমামা ফাতেমা

ডাকসুতে স্বতন্ত্র প্যানেল গঠনের ঘোষণা দিলেন উমামা ফাতেমা

উমামা ফাতেমা

ডাকসু নেতৃত্বে আসতে চান শিক্ষার্থীবান্ধব মুখ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সামনে রেখে একটি স্বতন্ত্র প্যানেল গঠনের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। তিনি জানিয়েছেন, শিক্ষার্থীদের মৌলিক অধিকার, বৈধ সিট ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ প্রতিষ্ঠার লক্ষ্যেই এই উদ্যোগ।

বুধবার (৩০ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি শিক্ষার্থীদের অধিকার নিয়ে আন্দোলন করেছেন এবং এখন সেই আন্দোলনকে সাংগঠনিক পরিসরে রূপ দিতে ডাকসু নির্বাচনে অংশ নিতে চান।

উমামা ফাতেমা জানান, তিনি প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী এবং কবি সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থী। প্রথম বর্ষেই তিনি ‘বৈধ সিট আমার অধিকার’ শিরোনামে একটি প্ল্যাটফর্ম গড়ে তুলেছিলেন, যেখানে আবাসন সংকট ও সিট বরাদ্দে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করা হয়।

তিনি লিখেছেন, “এই বিশ্ববিদ্যালয়ে বড় ধরনের বিপ্লব ছাড়া এখানকার সমস্যাগুলো সমাধান করা সম্ভব নয়। আর সেই পরিবর্তন আনতে পারে কেবল শিক্ষার্থীরাই।”

ডাকসু নির্বাচনের মাধ্যমে এমন একটি নেতৃত্ব প্রতিষ্ঠার কথা বলেছেন তিনি, যারা কোন পক্ষের দ্বারা নিয়ন্ত্রিত হবে না, বরং একান্তভাবে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করবে। রাজনৈতিক আধিপত্য ও গোষ্ঠীগত প্রভাব থেকে বেরিয়ে এসে শিক্ষার গুণগত মান ও গবেষণাবান্ধব পরিবেশ গড়ে তোলাই হবে তাদের লক্ষ্য।

উমামার আহ্বান, যারা বিশ্ববিদ্যালয়ের হারানো গৌরব পুনরুদ্ধার করতে চান, যারা রাজনৈতিক আধিপত্যবাদের বিরুদ্ধে এবং শিক্ষার্থীদের জন্য কাজ করতে প্রস্তুত, তারা যেন এই স্বতন্ত্র প্যানেলে যোগ দেন।

তিনি পোস্টে একটি ফর্ম লিংকও শেয়ার করেছেন, যেখানে আগ্রহীরা নাম লেখাতে পারেন।