বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ২০২৬ সালের এইচএসসি, আলীম ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পূর্ণসময়ে ও পূর্ণনম্বরে অনুষ্ঠিত হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানিয়েছে, আগামী ২০২৬ সালের মে-জুন মাসে এ পরীক্ষা নেওয়া হবে।
শনিবার এনসিটিবির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) রবিউল কবির চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম ২০২৪ সালের আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে। এ শিক্ষার্থীরাই ২০২৬ সালের মে-জুন মাসে অনুষ্ঠেয় এইচএসসি, আলীম ও সমমান পরীক্ষায় অংশ নেবে।
এনসিটিবির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনা মহামারি পরবর্তী সময়ে যেসব পরীক্ষায় সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসরণ করা হয়েছিল, ২০২৬ সালের পরীক্ষা থেকে সেই ব্যবস্থা আর থাকবে না। শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ পাঠ্যসূচির সব বিষয়েই পূর্ণ সময় ও পূর্ণ নম্বরে পরীক্ষা দিতে হবে।
ছাত্রছাত্রী ও অভিভাবকদের মতে, এ সিদ্ধান্তে পড়াশোনার মানোন্নয়ন হবে এবং শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে। তবে শিক্ষকদের পরামর্শ, সিলেবাস যথাসময়ে সম্পন্ন করার জন্য শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়নে মনোযোগী হতে হবে।