Home সারাদেশ একটি সাইকেল, একটি ছুরি, আর নিভে গেল ভাইয়ের জীবন

একটি সাইকেল, একটি ছুরি, আর নিভে গেল ভাইয়ের জীবন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, যশোর:  চৌগাছা উপজেলার শাহাজাদপুর গ্রামে সোমবার বিকেলে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা-তুচ্ছ এক সাইকেল বিতণ্ডা কেড়ে নিল ছোট ভাইয়ের প্রাণ। বড় ভাইয়ের হাতে খুন হলেন নিজেরই রক্তের ভাই।

গ্রামের মানুষ এখনো বিশ্বাস করতে পারছে না একই বাড়িতে, এক টেবিলে খাওয়া দুই ভাইয়ের গল্পের এমন নিষ্ঠুর পরিণতি হবে। নিহত শিহাব উদ্দিনের বয়স মাত্র ২১ বছর। তিনি শাহাজাদপুর গ্রামের মহিদুল ইসলামের ছোট ছেলে। বড় ভাই সুমন হোসেনের (২৫) কাছে নিজের সাইকেল চাইতে গিয়ে বাকবিতণ্ডার সূত্র ধরে ঘটে এই মর্মান্তিক হত্যাকাণ্ড।

স্থানীয়রা জানান, দুপুরে সাইকেল নিয়ে শুরু হওয়া কথাকাটাকাটি বিকেলে আবার চরমে ওঠে। রাগে-ক্ষোভে বড় ভাই সুমন হোসেন ঘর থেকে ছুরি এনে আঘাত করেন ছোট ভাই শিহাবের পিঠের বাম পাশে। রক্তাক্ত শিহাব মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে চিকিৎসক সজিব হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

চিকিৎসকের ভাষায়, “ছুরির আঘাত গভীরে গিয়ে বুকে লেগেছে বলে ধারণা করছি। ময়নাতদন্তেই সব স্পষ্ট হবে।”

এদিকে বড় ভাই সুমন হোসেন ঘটনার পরপরই পলাতক হয়েছেন। চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, “তুচ্ছ ঘটনায় এমন ভয়াবহ হত্যাকাণ্ড খুবই দুঃখজনক। আসামিকে ধরতে অভিযান চলছে।”

গ্রামের বাতাস এখন ভারী হয়ে আছে। ছোট ভাইয়ের মৃত্যুতে একদিকে মায়ের বুক ফাটা কান্না, অন্যদিকে বড় ভাইয়ের পলায়ন-দুজনকেই হারিয়েছে একটি পরিবার।

🕯 এমন সংবাদ হৃদয়ে নাড়া দেয়? আপনার মতামত জানান কমেন্টে। প্রতিবেদনটি শেয়ার করে অন্যদেরও জানাতে সাহায্য করুন।
📢 সতর্ক হোন, ক্ষণিকের রাগ যেন স্থায়ী বিষাদে রূপ না নেয়।
👉 সঠিক ও মানবিক সংবাদ পেতে চোখ রাখুন বিজনেসটুডে২৪.কম