বিজনেসটুডে২৪ প্রতিনিধি, পঞ্চগড়: পঞ্চগড়ের চৌরঙ্গীতে এক চা-চক্রে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, দেশের বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীতে দৃশ্যমান ও মৌলিক সংস্কার ছাড়া একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক এবং স্বচ্ছ নির্বাচন সম্ভব নয়।
সোমবার (৯ জুন) দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গীতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, “আমরা নির্বাচন চাই, তবে তা নির্বাচনকালীন মৌলিক সংস্কারের ভিত্তিতে হতে হবে। জনগণের আস্থা ফিরিয়ে আনতে হলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, বিচার বিভাগের স্বচ্ছতা ও আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “আগামী এপ্রিলের প্রস্তাবিত নির্বাচনের বিরোধিতা করছি না। তবে তার আগে এই তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গনে কাঙ্ক্ষিত সংস্কার জরুরি। তা না হলে আগের মতোই ভোটকেন্দ্র দখল, ব্যালট চুরি ও সহিংসতার পুনরাবৃত্তি ঘটবে।”
দেশের অতীত নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ করে সারজিস আলম বলেন, “প্রতিবারই দেখা যায়, ক্ষমতার অপব্যবহার, কালো টাকার প্রভাব ও পেশিশক্তির দাপট। এবার আমরা চাই সমান সুযোগ নিশ্চিত হোক। বড় দল কিংবা ছোট দল—সবাই যেন সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।”
তিনি বলেন, “একটি পেশাদার অন্তর্বর্তী সরকার, কার্যকর নির্বাচন কমিশন ও বিচার বিভাগীয় স্বচ্ছতা ছাড়া কোনোভাবেই গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।”
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, “যারা অতীতে ফ্যাসিস্ট শক্তিকে সহায়তা করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের দৃঢ় অবস্থান আমরা প্রত্যাশা করছি।”
সংগঠন গঠনের অগ্রগতির কথা তুলে ধরে সারজিস আলম জানান, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে দেশের প্রতিটি ওয়ার্ডে এনসিপির আহ্বায়ক কমিটি গঠনের কাজ সম্পন্ন হবে। ইতোমধ্যে ১০০টি উপজেলা ও ২২টি জেলায় সাংগঠনিক কাঠামো তৈরি হয়েছে। তিনি বলেন, “আমরা আশা করছি ১৬ জুনের মধ্যে নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন সম্পন্ন করতে পারব। এর জন্য প্রয়োজনীয় অফিস স্থাপন ও আনুষ্ঠানিকতা ১৫ তারিখের মধ্যে শেষ হবে।”
এ সময় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ দলীয় অন্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।